বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা ─
হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে ─
হে পথিক যাও ফিরে॥
পল্লব- গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি'।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে ─
হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি'
র'ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি'
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে ─
হে পথিক যাও ফিরে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক
১৩৪৭) মাসে, এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই
সময়
নজরুলের বয়স ছিল
৪১ বৎসর
৪ মাস।
- রেকর্ড: এইচএমভি। ১৯৪০ অক্টোবর
(আশ্বিন-কার্তিক ১৩৪৭)। এন ২৭০২৫। শিল্পী:
পারুল সেন। সুরকার: কমল দাশগুপ্ত।
[শ্রবণ
নমুনা]
- পত্রিকা: সঙ্গীত
বিজ্ঞান প্রবেশিকা। চৈত্র
১৩৪৭ বঙ্গাব্দ (মার্চ-এপ্রিল ১৩৪১)। স্বরলিপিকার: সৌরেন মিত্র। সুর: কমল দাশগুপ্ত।
[
নমুনা]
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)-এর
৬৪ সংখ্যক গান। তাল: দাদরা পৃষ্ঠা:
২১।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ: মিশ্র
সুর।
- রাগ:
রাগের উল্লেখ নেই।
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা