বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: 
আমি তব দ্বারে প্রেম-ভিখারি 
		
			
				
					
						আমি তব দ্বারে 
				প্রেম-ভিখারি
নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
						
						
						তব পুষ্পিত তনুতে, হৃদয়-কমলে
গোপনে যে প্রেম-মধু উথলে
তোমার কাছে সেই অমৃত যাচে তৃষিত এ পথচারী॥
						
						
						জনম জনম আমি রূপ ধ'রে 
				আসি গো,
               
								
						
						   
								  
								
						তোমারি বিরহে 
				কাঁদিতে,
রাহুর মত আমি আসি না
						              
								
						   
								   
								
						বাহু-পাশে বাঁধিতে।
						
						
						আমি ফুলের মধু চাহি, ছিঁড়ি না 
				ফুল গো,
দূরে রহি, গাহি গান বন-বুলবুল গো,
						
						মনোবনে আছে তব নন্দন-পারিজাত, আমি তা'রি 
				পূজারী॥
					
				
			
		
	- রচনাকাল 
		ও স্থান:  
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
		১৯৪১ 
		খ্রিষ্টাব্দের মে 
		মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) সেনোলা
রেকর্ড 
কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় 
নজরুল ইসলামের 
বয়স ছিল 
৪১ বৎসর
১১ মাস।
 
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল 
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।  গান ৫৮। পৃষ্ঠা 
	১৯] 
 
- 
	 রেকর্ড: সেনোলা। মে 
		১৯৪১ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮)। কিউএস ৫২৩। রথীন ব্যানার্জী রেকর্ড: সেনোলা। মে 
		১৯৪১ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮)। কিউএস ৫২৩। রথীন ব্যানার্জী
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
	সুধীন দাশ।
	নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড 
	(নজরুল ইন্সটিটিউট)। অষ্টম গান। পৃষ্ঠা ৫২-৫৫] 
	[নমুনা]
	
- পর্যায়
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
		ত্রিতাল 
		
- গ্রহস্বর: গা