বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে 
					
						
							
								
				তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
				দুনিয়া জাহান ডুবু-ডুবু সেই স্রোতে যায় ভেসে॥
				সেই জোয়ারে আমার নবী পারের তরী নিয়ে
				'আয় কে যাবি পারে'─ ডাকে দ্বারে দ্বারে গিয়ে
				যে চায় না তারেও নেয় সে নায়ে আপনি ভালবেসে॥
				পথ দেখায় সে ঈদের চাঁদের পিদিম নিয়ে হাতে
				হেসে, হেসে, দাঁড় টানে চা'র আস্হাব তাঁরি সাথে।
				নামাজ-রোজার ফুল-ফসলে শ্যামল হ'ল মরু
				প্রেমের রসে উঠ্ল পুরে নীরস মনের তরু
				খোদার রহম এলো রে আখেরি নবীর বেশে॥
							
						
					
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল 
	(চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই 
		সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস রচিত।
 
- গ্রন্থ:
	
	- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ 
	খ্রিষ্টাব্দ। ৭৩ সংখ্যক গান।
- জুলফিকার 
	দ্বিতীয় [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
 
 
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)] এফটি ১২৩৫৫। শিল্পী: আব্বাসউদ্দীন। সুর: গিরীন চক্রবর্তী 
	[শ্রবণ 
	নমুনা]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
	
	সুধীন দাশ।
	
	নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। পৃষ্ঠা ১০৯-১১২] 
	[নমুনা]
	
- সুরকার: গিরীন চক্রবর্তী
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: 
				ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- 
		তাল: 
		
		কাহারবা 
		
- গ্রহস্বর: সমা।