জুলফিকার
বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে প্রকাশকাল ছিল ১৫ অক্টোবর ১৯৩২
(শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। প্রকাশক: বি.দোজা, এম্পায়ার বুক হাউস, ১৫, কলেজ স্কোয়ার, কলকাতা।
মুদ্রাকর: ১৬২ নম্বর বহুবাজার স্ট্রিট, কলকাতা 'শ্রীরাম প্রেস' হইতে
শ্রীদেবেন্দ্রনাথ বাচস্পতি দ্বারা মুদ্রিত। পৃষ্ঠা ৫৬। মূল্য এক টাকা।
এর প্রথম সংস্করণে গান ছিল ২৪টি
গানের তালিকা:
- আয় মরু পারের হাওয়া [জুলফিকার-১৭]
[তথ্য]
- আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয় [জুলফিকার-১১]
[তথ্য]
- আহমদের ঐ মীমের পর্দা [জুলফিকার-১৫]
[তথ্য]
- ইসলামের ঐ সওদা লয়ে [জুলফিকার-১২]
[তথ্য]
- ও মন রমজানের ঐ রোজার শেষে [জুলফিকার-৭]
[তথ্য]
- কে এলে মোর চিরচেনা( কে এলে গো) [জুলফিকার-২৩]
[তথ্য]
- কোথায় তখ্ত তাউস, কোথায় সে বাদশাহী [জুলফিকার-২]
[তথ্য]
- খুশি লয়ে খুশরোজের [জুলফিকার-৩] খুশি লয়ে খুশরোজের
[তথ্য]
- খোদার প্রেমের শারাব পিয়ে [জুলফিকার-১৬]
[তথ্য]
- জাগে না সে জোশ লয়ে [জুলফিকার-৪]
[তথ্য]
- ঝরা ফুল দ'লে কে অতিথি [জুলফিকার-২২]
[তথ্য]
- তোমারি মহিমা গাই (তোমার মহিমা সব বিশ্বপালক করতার)
[তথ্য]
- তোরা দেখে যা আমিনা মায়ের কোলে [জুলফিকার-১৮]
[তথ্য]
- দরিয়ায় ঘোর তুফান (পার কর নাইয়া) [জুলফিকার-২১]
[তথ্য]
- দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে [জুলফিকার-১]
[তথ্য]
- দেখে যা রে দুল্হা সাজে [জুলফিকার-১০]
[তথ্য]
- বক্ষে আমার কা'বার ছবি [জুলফিকার-১৪]
[তথ্য]
- মোহররমের চাঁদ এলো ঐ [জুলফিকার-৫]
[তথ্য]
- যাবি কে মদিনায় আয় ত্বরা করি (কে যাবি পারে) [জুলফিকার-১৩]
[তথ্য]
- রবে না বৈকালী ঝড় সন্ধ্যায় [জুলফিকার-২৪]
[তথ্য]
- রাখিস্নে ধরিয়া মোরে [জুলফিকার-২০]
[তথ্য]
- শহীদী ঈদগাহে দেখ্ আজ [জুলফিকার-৬]
[তথ্য]
- সাহারাতে ফুট্লো রে [জুলফিকার-৯]
[তথ্য]
- সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ [জুলফিকার-১৯]
[তথ্য]
জুলফিকার -এর দ্বিতীয় সংস্করণ পৃথক কোনো গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় নি। কবি আব্দুল
কাদিরের সম্পাদনায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর দ্বিতীয় খণ্ডে, 'জুলফিকার:
দ্বিতীয় খণ্ড' শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল। এই গ্রন্থে ২৯টি নতুন গান সংযোজিত
হয়েছিল। গানগুলো হলো-
- অসীম বেদনায় কাঁদে [তথ্য]
- ও কে সোনার চাঁদ কাঁদে রে
[তথ্য]
- ওরে ও চাঁদ ! উদয় হলি
[তথ্য]
- ত্রাণ কর মওল মদিনার
[তথ্য]
- মরুর ধূলি উঠ্লো রেঙে
[তথ্য]
- হেরা হতে হেলে দুলে নূরানী তনু
[তথ্য]
- আজি ঈদ্ ঈদ্ ঈদ্ (আজ এলো খুশির ঈদ) [তথ্য]
- আমার হৃদয়-শামাদানে
[তথ্য]
- আমিনার কোলে নাচে হেলে দুলে [তথ্য]
- আল্লা নামের বীজ বুনেছি (আমি আল্লা নামের) [তথ্য]
- আল্লাহ্ রসুল জপের গুণে [তথ্য]
- ঈদজ্জোহার তকবির শোন [তথ্য]
- কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
[তথ্য]
- কারো ভরসা করিসনে তুই
[তথ্য]
- ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ
[তথ্য]
- দূর আরবের স্বপন দেখি
[তথ্য]
- দৃষ্টিতে আর হয় না সৃষ্টি
[তথ্য]
- নাই হল মা বসন ভূষণ
[তথ্য]
- নামাজ পড় রোজা রাখ, কল্মা পড় ভাই
[তথ্য]
- নিশিদিন জপে খোদা
[তথ্য]
- মদিনায় যাবি কে আয় আয়
[তথ্য]
- হে নামাজী আমার ঘরে
[তথ্য]
জুলফিকার তৃতীয় সংস্করণের প্রকাশকাল ডিসেম্বর ১৯৫২ (পৌষ ১৩৫৯)।
এই সময় নজরুল রাচির মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর
শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। চিকিৎসার অর্থ সংগ্রহার্থে
জুলফিকার-এর তৃতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন প্রমীলা নজরল। ঠিকানা ছিল
১৬ রাজেন্দ্রলাল স্ট্রিট। কলিকাতা-৬। মুদ্রাকর: শ্রী পরেশচন্দ্র ঘোষ, পরাণ প্রেস
৫৭/২ কেশবচন্দ্র স্ট্রিট। কলকাতা। পৃষ্ঠা: ৬+৭৬। মূল্য: ২ টাকা। এই সংস্করণে গান ছিল
মোট ৫৪টি।