বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে মদিনায়
রাগ: মাঢ় মিশ্র, তাল: দাদ্রা
আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে মদিনায়
-
জাত-পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়॥
মরিয়া আছি দুখে মাশ্রেকী এই মুল্লুকে,
পড়ব মাগরিবের নামাজ কবে খানা-এ কাবায়॥
হজরতের নাম তসবি করে যাব রে মিস্কিন বেশে
ইসলামের ঐ দ্বীনী ডঙ্কা বাজল প্রথম যে দেশে।
কাঁদব ধরে মাজার শরীফ শুনব সেথায় কান পাতি,
-
নবীর মুখে তেমনি কি রে রব ওঠে এ্যায় উম্মতি।
পাক কোরানের কালাম হয়ত সেথা শোনা যায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৩৯) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- জুলফিকার
- প্রথম সংস্করণ।
১৫ অক্টোবর ১৯৩২
(শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯) মাঢ়-মিশ্র-দাদরা] ।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭, জুলফিকার।
১৭ সংখ্যক গান। মাঢ়-মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ৩০১-৩০২]
- পত্রিকা:
মোহাম্মদী [আশ্বিন ১৩৩৯। সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩২]
- রেকর্ড:
এইচএমভি
[সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এন
৭০২৭। শিল্পী:
কাশেম মল্লিক]