মোহাম্মদী
বাংলা পত্রিকা।
১৯০৩ খ্রিষ্টাব্দের ১৮ আগষ্ট (শনিবার,
২ শ্রাবণ ১৩১০) মাসে
মোহাম্মদ
আকরাম খাঁ-এর সম্পাদনায় কলকাতা থেকে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
প্রথম সংখ্যা প্রকাশের পর ছাপাখানার মালিক দ্বিতীয় সংখ্যা মুদ্রণে অসম্মত হন। শেষ পর্যন্ত
সে সময়ের ধনাঢ্য তেল ব্যবসায়ী এবং মাওলানা আকরম খাঁর পিতৃবন্ধু মাওলানা আবদুল্লাহ তাঁর
'আলতাফী প্রেসে' মাসিক মোহাম্মদী মুদ্রণের সুযোগ করে দেন।
১৯০৩ সালের অক্টোবর মাসে মাসিক মোহাম্মদী দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। এ
ব্যবস্থাপনায় মাসিক মোহাম্মদীর পঞ্চম সংখ্যা পর্যন্ত বের হয়।
১৯০৭ খ্রিষ্টব্দে সাপ্তাহিক মোহাম্মদী
প্রকাশিত হয়। কিন্তু পত্রিকাটির ব্যবসায়িক অসফলতা
লক্ষ্য করে মওলানা আবদুল্লাহ ক্রমে পত্রিকা প্রকাশের আগ্রহ হারিয়ে ফেলেন। এক সময়
তিনি পত্রিকার মালিকানা, এমনকি ছাপাখানাও মওলানা আকরম খাঁকে প্রদান করেন। তখন
পর্যন্ত পত্রিকা প্রকাশের মতো আর্থিক সঙ্গতি মওলানা আকরম খাঁর ছিল না। তবুও তিনি
প্রাণান্তকর কায়িক পরিশ্রম করে নিজের কর্তৃত্বাধীনে সাপ্তাহিক মোহাম্মদীর প্রকাশ
অব্যাহত রাখতে চেষ্টা করেন।
১৯১০ খ্রিষ্টাব্দে মওলানার সম্পূর্ণ নিজ কর্তৃত্বাধীনে
সাপ্তাহিক মোহাম্মদীর প্রকাশ শুরু হয়।
১৯১৩ খ্রিষ্টাব্দের দিকে তিনি মোহাম্মদী পত্রিকার
মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে মওলানা মোহাম্মদ আকরম খাঁ বাংলার বিভিন্ন মাজহাবের
আলেমগণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা গ্রহণ করেন। এর ফলে গঠিত হয় ‘আঞ্জুমানে ওলামায়ে
বাঙ্গালা’ নামক আলেম সংগঠন।
কিছুদিন এই পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। এরপর ১৯১০
খ্রিষ্টাব্দে পত্রিকাটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে আত্মপ্রকাশ করে। ১৯২১ এই সময় মোহাম্মদ
আকরাম খাঁ-এর সম্পাদিত অপর একটি পত্রিকা ছিল 'দৈনিক
সেবক'। এই পত্রিকার '১০
ডিসেম্বর ১৯২১' সংখ্যায় ‘অগ্রসর’ শীর্ষক সরকার-বিরোধী
সম্পাদকীয় প্রকাশ করায় বাংলার সরকার কর্তৃক পত্রিকাটি নিষিদ্ধ হয়। এই সম্পাদকীয়
লেখার অজুহাতে একই দিনে সরকার
মাওলানা আকরাম খাঁকে ভারতীয় দণ্ডবিধি ১২৪-ধারায় গ্রেপ্তার করা হয়েছিল।
ফলে 'সাপ্তাহিক মোহাম্মদী' ও 'দৈনিক
সেবক' (অপর উর্দু দৈনিক 'জামানা')
প্রকাশ-সঙ্গটে পড়ে যায়।
মাওলানা আকরাম খাঁ মূলত দৈনিক পত্রিকা প্রকাশে বেশি উৎসাহী
ছিলেন। তাই 'দৈনিক
সেবক' বন্ধ হয়ে যাওয়ার পর, তিনি
জেলে থেকে সাপ্তাহিক মোহাম্মদীর দৈনিক সংস্করণ হিসেবে দৈনিক মোহাম্মদী
প্রকাশ করার নির্দেশ দেন। এই নির্দেশ
অনুসারে মোহাম্মদ ওয়াজেদ আলীকে ভারপ্রাপ্ত সম্পাদক করে
'দৈনিক মোহাম্মদী'-এর প্রকাশনা শুরু
হয়। এর কিছুদিন পর
দৈনিক সেবকের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে দৈনিক মোহাম্মদীর স্থলে পুনরায় দৈনিক
সেবক প্রকাশ করা হয়।
১৯২৭ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর থেকে এই
মাসিক মোহাম্মদী পত্রিকা নতুনভাবে শুরু হয়।
নব্য পর্যায়ের এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৩৩৪ বঙ্গাব্দের কার্তিক (অক্টোবর-নভেম্বর
১৯২৭) মাসে।
এরপর ১৯৪৭
খ্রিষ্টাব্দ পর্যন্ত পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়েছিল। ভারত বিভাজনের পর, দুই বৎসর
এই পত্রিকাটির প্রকাশনা বন্ধ ছিল। এরপর ১৯৪৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাস থেকে
পত্রিকাটি পুনরায় প্রকাশিত হতে থাকে। ১৯৫৩ খ্রিষ্টাব্দে থেকে
সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন
মুজিবর রহমান খান।
পরে তাঁর সাথে যুক্ত হয়েছিলেন বদরুল আনাম। ১৯৭০ খ্রিষ্টাব্দে পত্রিকটি বন্ধ হয়ে যায়।
http://www.banglapedia.org//g/g/