বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমিনার কোলে নাচে হেলে দুলে
তাল: ফের্তা
আমিনার কোলে নাচে হেলে দুলে
শিশু নবী আহ্মদ্ রূপের লহর তুলে॥
রাঙা মেঘের কাছে ঈদের চাঁদ নাচে
যেন নাচে ভোরের আলো গোলাব গাছে।
চরণে ভ্রমরা গুঞ্জরে গুল ভুলে॥
সে খুশির ঢেউ লাগে আরশ্ কুর্সি পাশে
হাততালি দিয়ে হুরী সব বেহেশ্তে হাসে
সুখে ওঠে কেঁপে হিয়া চরণ মূলে॥
চাঁদনি রাঙা অতুল মোহন মোমের পুতুল
আদুল গায়ে নাচে খোদার প্রেমে বেভুল
আল্লার দয়ার তোহ্ফা এলো ধরার কূলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
-
রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এফটি ১২৪৯৫। শিল্পী:
এম. সিরাজুর রহমান]
[শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড
। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। চতুর্থ গান। রেকর্ডে এম. সিরাজুর রহমান-এর গাওয়া
গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: তালফেরতা
(কাহারবা/দাদরা)
- গ্রহস্বর: সা