বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত গোলাপ ফুল।
দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত গোলাপ ফুল।
কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে-ভুল॥
বাসি হাসির মালা নিয়ে
কি হবে নওরোজে গিয়ে,
চাঁদ না দেখে আঁধার রাতি বাঁধে কি গো এলোচুল॥
আজো দখিন হাওয়া ফাগুন আনে
বুলবুলি নাই গুলিস্তানে,
দোলে না আর চাঁদকে দেখে' বনে দোলন-চাঁপার দুল॥
কী হারালো! নাই কি যেন
মন হয়েছে এমন কেন,
কোন্ নিদয়ের পরশ লেগে' হয় না হৃদয় আর ব্যাকুল॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের পৌষ (ডিসেম্বর ১৯৫২) মাসে,
জুলফিকার-
এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
- গ্রন্থ:
-
জুলফিকার
- দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২।
জুলফিকার দ্বিতীয় খণ্ড। ২৯ [২৮]। পৃষ্ঠা ১০৬]