বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ত্রাণ কর মওলা মদিনার, উম্মত তোমার গুনাহ্গার কাঁদে
তাল: কাহার্বা
ত্রাণ কর মওলা মদিনার, উম্মত তোমার গুনাহ্গার কাঁদে।
তব প্রিয় মুসলিম দুনিয়া পড়েছে আবার গুনাহের ফাঁদে॥
নাহি কেউ
ঈমানদার, নাহি নিশান-বরদার,
মুসলিম জাহানে
নাহি আর পরহেজগার,
জামাত শামিল হতে যায় না মসজিদে,
পড়ে নাকো
কোরআন মানে না মুর্শিদে;
ভুলিয়াছে কল্মা শাহাদাত, পড়ে না নামাজ ঈদের চাঁদে॥
নাহি দান
খয়রাত, ভুলে মোহ ফাঁসে
মেতে আছে সবে
বিভবে বিলাসে;
বসিয়াছে জালিম
শাহী তখ্তে তব -
মজলুমের এ
ফরিয়াদ আর কাহে কব,
তলোয়ার নাহি আর, পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মার্চ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)
মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
-
জুলফিকার
- দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)] ২৯ সংখ্যক
গান।
- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২।
জুলফিকার দ্বিতীয় খণ্ড। ৫। পৃষ্ঠা ৯৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
৫১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৭।
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)]। এফটি ১২১০০। শিল্পী:
আব্বাসউদ্দীন।
- সুরকার: সুবল দাশগুপ্ত
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি
২০১২)]। ১৩তম গান। পৃষ্ঠা: ৪০-৪২]। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী)
- সুরাঙ্গ: ভাটিয়ালি