বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আল্লাহ রসুল জপের গুণে কি হ'ল দেখ চেয়ে
তাল: কাহার্বা
আল্লাহ রসুল জপের গুণে কি হ'ল দেখ চেয়ে
-
সদা ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে॥
আল্লাহ্র রহমত ঝরে
ঘরে বাইরে তোর উপরে,
আল্লাহ্ রসুল হয়েছেন তোর জীবন-তরীর
নেয়ে॥
দুখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয়,
তুই দুনিয়াদারি করিস তবু আল্লাহ্তে মন রয়।
মরণকে আর ভয় নাই তোর,
খোদার প্রেমে পরান বিভোর,
তিনি দেখেন তোর সংসার তোরি ছেলেমেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৮ মাস।
- রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩৯ (মাঘ-ফাল্গুন ১৩৪৫)। এফটি ১২৭১৬।
আব্দুল লতিফ
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬] আব্দুল লতিফ'-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি।
চতুর্থ গান।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পর্সা