নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি
প্রথম প্রকাশিত হয়েছিল ভাদ্র, ১৪১৩ (আগষ্ট ২০০৬ খ্রিষ্টাব্দ)। এই গ্রন্থটির অনুমোদন
করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'।
উল্লেখ্য এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন
—
সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস, এম. আহসান মুর্শেদ, খালিদ হোসেন, শবনম
মুস্তারীএবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি প্রথম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি
করেছেন এস. এম. আহসান মুর্শেদ। স্বরলিপিকার এই গ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর দুই
সন্তান সাবরীনা মুর্শেদ ও আদনান মুর্শেদ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি
মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
- আমার ঠনঠনিয়ার চটি (ওরে আমার চটি)
[তথ্য]
[নমুনা]
- আমি কি সুখে লো গৃহে রবো
[তথ্য]
[নমুনা]
- আমি পথ-মঞ্জরি ফুটেছি আঁধার রাতে
[তথ্য]
[নমুনা]
- আল্লাহ্ রসুল জপের গুণে
[তথ্য]
[নমুনা]
- এ কূল ভাঙে ও কূল গড়ে
[তথ্য]
[নমুনা]
- এ ঘনঘোর রাতে
[তথ্য]
[নমুনা]
- করুণ কেন অরুণ আখিঁ
[তথ্য]
[নমুনা]
- কে নিবি ফুল কে নিবি ফুল
[তথ্য]
[নমুনা]
- কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
[তথ্য]
-
কেন প্রাণ ওঠে কাঁদিয়া
[তথ্য]
[নমুনা]
- তরুণ প্রেমিক প্রণয় বেদন
[তথ্য]
[নমুনা]
- তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
[তথ্য]
[নমুনা]
- দোলা লাগিল দখিনার বনে বনে
[তথ্য]
[নমুনা]
- নতুন নেশায় আমার এ মদ
[তথ্য]
[নমুনা]
- না মিটিতে সাধ মোর নিশি পোহায়
[তথ্য]
[নমুনা]
- নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
[তথ্য]
[নমুনা]
- বনে বনে দোলা লাগে
[তথ্য]
[নমুনা]
- বনের তাপস কুমারী আমি গো
[তথ্য]
[নমুনা]
- বিদায় সন্ধ্যা আসিল ঐ
[তথ্য]
[নমুনা]
- মালতী মঞ্জরি ফুটিবে যবে
[তথ্য]
[নমুনা]
- মুখে কেন নাহি বলো
[তথ্য]
[নমুনা]
- মোর ঘুমঘোরে এলে মনোহর
[তথ্য]
[নমুনা]
- মোর না মিটিতে আশা (না মিটিতে আশা)
[তথ্য]
[নমুনা]
- রুম্ ঝুম্ রুম্ ঝুম্ কে এলে নূপুর পায়
[তথ্য]
[নমুনা]
- সকাল সাঁঝে প্রভু সকল কাজে [তথ্য]
[নমুনা]