বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
রাগ : বেহাগ, তাল :
দাদ্রা
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
ফুটিত না কি কমল ও কাঁটা না বিঁধিলে॥
কেন এ
আঁখি-কূলে
বিধুর অশ্রু
দুলে
কেন দিলে এ হৃদি যদি না হৃদয় মিলে॥
কেন
কামনা-ফাঁদে
রূপ-পিপাসা
কাঁদে
শোভিত না কি কপোল ও কালো তিল নহিলে॥
কাঁটা-নিকুঞ্জে
কবি
এঁকে যা সুখের
ছবি
নিজে তুই গোপন রবি তোরি আঁখির সলিলে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নওরোজ পত্রিকার 'ভাদ্র ১৩৩৪' সংখ্যায় প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ৪ মাস।
-
পত্রিকা:
নওরোজ। ভাদ্র
১৩৩৪ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯২৭) সংখ্যা।
-
গ্রন্থ:
-
বুলবুল
- প্রথম সংস্করণ [নভেম্বর ১৯২৮।
কার্তিক ১৩৩৫] গান ১৮। বেহাগ-দাদরা
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ
সংস্করণ। দ্বিতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। গান ১৮। বেহাগ-দাদরা। পৃষ্ঠা: ১৬৫।
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী।
১৩। বেহাগ-দাদরা।
পৃষ্ঠা ৫২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। ৪৩। ঠুংরী। বেহাগ-দাদরা। পৃষ্ঠা: ২০১-২০২]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯২৮]
-
নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড। স্বরলিপিকার:
আহসান মুর্শেদ [নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬]
কাশেম মল্লিক-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি।
নবম গান।
-
নজরুল সঙ্গীত স্বরলিপি,
আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ২৪-২৮] [নমুনা]
- রেকর্ড:
- এইচএমভি।
আগষ্ট ১৯২৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৫)। পি ১১৫০৯। শিল্পী: উমাপদ ভট্টাচার্য।
- এইচএমভি। ডিসেম্বর
১৯৩১ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৮)। পি ১১৭৩৫। শিল্পী:
কাশেম মল্লিক
- স্বরলিপি ও স্বরলিপিকার:
-
আহসান মুর্শেদ। ১৯৩১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের
[শিল্পী:
কাশেম মল্লিক] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
ত্রিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।
-
ইদ্রিস আলী। ১৯২৮ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: উমাপদ ভট্টাচার্য]
সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
আটচল্লিশতম
খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।[নমুনা]
- পর্যায়: