বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
 
  রাগ : বেহাগ, তাল : দাদ্‌রা

কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
ফুটিত না কি কমল ও কাঁটা না বিঁধিলে॥
            কেন এ আঁখি-কূলে
            বিধুর অশ্রু দুলে
কেন দিলে এ হৃদি যদি না হৃদয় মিলে॥
            কেন কামনা-ফাঁদে
            রূপ-পিপাসা কাঁদে
শোভিত না কি কপোল ও কালো তিল নহিলে॥
            কাঁটা-নিকুঞ্জে কবি
            এঁকে যা সুখের ছবি
নিজে তুই গোপন রবি তোরি আঁখির সলিলে॥