বুলবুল
কাজী নজরুল ইসলামের রচিত একটি সঙ্গীত সঙ্কলন। বুলবুল প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক মাসে (নভেম্বর ১৯২৮)। প্রকাশক গোপালদাস মজুমদার, ডিএম, লাইব্রেরী, ৬১ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলিকাতা। মুদ্রক: অমূল্যচন্দ্র ভট্টাচার্য প্রিন্টিং ওয়ার্কস, ২ নিবেদিতা লেন, কলিকাতা। পৃষ্ঠা ৮+৭০। মূল্য এক টাকা। রাজ সংস্করণ পাঁচ সিকা। গ্রন্থটি উৎসর্গ করেছিলেন দিলীপকুমার রায় কে।
            উৎসর্গ

বুলবুল' প্রথম সংস্করণে মোট ৪২টি গান সংকলিত হয়েছিল। প্রকাশক গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা ৪+৭০। মূল্য এক টাকা। রাজসংস্করণ পাঁচ সিকা। গ্রন্থটিতে অন্তর্ভুক্ত হয়েছিল মোট ৪২টি গান। এর ভিতরে ৩৬টি গান পূর্বেই পত্রিকান্তরে প্রকাশিত হয়েছিল। বাকি ৬টি ছিল নতুন গান। নিচে বর্ণানুক্রমিক সুচী অনুসারে গানগুলো উল্লেখ করা হলো।

  1. অধীর অম্বরে গুরু গরজন [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ শ্রাবণ ১৩৩৪। সারাব্রিজ (সেতুবন্ধ) নাটকের অংশ সারা ব্রিজ।
  2. আজি এ কুসুম-হার [তথ্য]
    প্রথম প্রকাশ: কল্লোল। 'আষাঢ় ১৩৩৫' সংখ্যা।
  3. আজি দোল-পূর্ণিমাতে দুল্‌বি তোরা [তথ্য]
    প্রথম প্রকাশ: কল্লোল পত্রিকার চৈত্র ১৩৩৪ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  4. আমারে চোখ ইশারায়  [তথ্য]
    প্রথম প্রকাশ: কল্লোল পত্রিকার 'চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দ  (ফেব্রুয়ারি ১৯২৭ খ্রিষ্টাব্দ)। 
  5. আসিলে এ ভাঙা ঘরে [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যা।
  6. আসে বসন্ত ফুলবনে  [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত 'পৌষ ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যা। রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কৃষ্ণনগর, ২৮ অগ্রহায়ণ ৩৩' [মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ১৯২৬]। গানটির পাদটীকায় উল্লেখ ছিল-  'বিখ্যাত উর্দু গজল ' 'কিস্‌কে খেরামে নাজ্‌নে কবর্‌মে দিল্ হিলা দিয়া'।
  7. এ আঁখি জল মোছ প্রিয়া  [তথ্য]
    প্রথম প্রকাশ: কল্লোল 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ (মে ১৯২৭) সংখ্যা।
  8. এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে [তথ্য]
    প্রথম প্রকাশ: প্রগতি পত্রিকার 'বৈশাখ ১৩৩৫'।
  9. এত জল ও-কাজল চোখ  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ আশ্বিন ১৩৩৪ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৭)
  10. করুণ কেন অরুণ আখিঁ  [তথ্য]
    প্রথম প্রকাশ: বঙ্গবাণী। জ্যৈষ্ঠ ১৩৩৪। নওরোজ আষাঢ় ১৩৩৪
  11. কে বিদেশী বন-উদাসী [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত 'পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায়। ভারতবর্ষ পত্রিকার জ্যৈষ্ঠ ১৩৩৫ সংখ্যায় স্বরলিপিসহ প্রকাশিত হয়েছিল। স্বরলিপকার ছিলেন সাহানা দেবী। পৃষ্ঠা: ৮৩১-৮৩২।
  12. কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায়।
  13. কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ। 'ভাদ্র ১৩৩৪' সংখ্যা।
  14. কোন্ শরতে পূর্ণিমা চাঁদ আসিলে [তথ্য]
    ১৩৩৫ খ্রিষ্টাব্দের ৩১শে ভাদ্র  (১৬ সেপ্টেম্বর ১৯২৮), কলিকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উৎসবে শ্রীমতী সাহানা দেবী কর্তৃক গীত হয়েছিল।
  15.  
  16. গরজে গম্ভীর গগনে কম্বু  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ শ্রাবণ ১৩৩৪। সারাব্রিজ (সেতুবন্ধ) নাটকের অংশ সারা ব্রিজ।
  17. গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত পত্রিকার ‌'ভাদ্র, ১৩৩৫ বঙ্গাব্দ‌' সংখ্যা। শিরোনাম - গহীন রাত।
    ধূপছায়া পত্রিকার ‌'ভাদ্র, ১৩৩৫ বঙ্গাব্দ‌' সংখ্যা।
  18. চরণ ফেলি গো মরণ-ছন্দে [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ শ্রাবণ ১৩৩৪। সারাব্রিজ (সেতুবন্ধ) নাটকের অংশ সারা ব্রিজ।
  19. চেয়ো না সুনয়না আর চেয়ো না [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত। অগ্রহায়ণ ১৩৩৪' (নভেম্বর-ডিসেম্বর ১৯২৭)
  20. জাগিলে পারুল কি গো [তথ্য]
    ১৯২৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসের শেষের দিকে (কার্তিক ১৩৩৫) উচ্চ শিক্ষার্থে ফজিলুতন্নেসা ইংল্যান্ডে যান। তাঁর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছিল সওগাত পত্রিকার অফিসে। নজরুল ফজিলুতন্নেসার বিদায় উপলক্ষে এই গানটি রচনা করেন এবং এই অনুষ্ঠানে এই গানটি নিজেই পরিবেশন করেন।
  21. ঝরে ঝর ঝর কোন্‌ গভীর গোপন  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ আষাঢ় ১৩৩৪। ঝিলিমিলি নাটকে ব্যবহৃত হয়েছিল।
  22. দুরন্ত বায়ু পূববইয়াঁ  [তথ্য]
    প্রথম প্রকাশ: কল্লোল 'মাঘ ১৩৩৩ (জানুয়ারি ১৯২৭ খ্রিষ্টাব্দ) সংখ্যা। 
  23. নমো হে নমো যন্ত্রপাতি [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ শ্রাবণ ১৩৩৪। সারাব্রিজ (সেতুবন্ধ) নাটকের অংশ সারা ব্রিজ।
  24. নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল  [তথ্য]
    প্রথম প্রকাশ: কালিকলম 'জ্যৈষ্ঠ ১৩৩৫' সংখ্যা
  25. নিশি ভোর হল জাগিয়া [তথ্য]
    প্রগতি পত্রিকার চৈত্র ১৩৩৪ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  26. পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে [তথ্য]
    প্রথম প্রকাশ: কালিকলম চৈত্র ১৩৩৪ সংখ্যা।
  27. পূরবের তরুণ অরুণ পূরবে [তথ্য]
    কালানুক্রমিকের বিচারে এটি নজরুলের সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ১১২ সংখ্যক গান। গানটি নাচঘর  পত্রিকার ‌৭ই পৌষ ১৩৩৪‌ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গানটির পাদটীকায় উল্লেখ আছে- ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দিলীপকুমার রায়ের সম্বর্ধনা উপলক্ষে রচিত ও উমাপদ ভট্টাচার্য কর্তৃক গীত।
  28. বসিয়া নদীকূলে, এলোচুলে কে উদাসিনী [তথ্য]
    প্রগতি। 'মাঘ ১৩৩৪' সংখ্যা।
  29. বসিয়া বিজনে কেন একা মনে [তথ্য]
    কল্লোল পত্রিকার 'ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ  (ফেব্রুয়ারি ১৯২৭ খ্রিষ্টাব্দ) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  30. বাগিচায় বুলবুলি তুই [তথ্য]
    কল্লোল পত্রিকার 'মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ (মার্চ ১৯২৭) সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। উক্ত পত্রিকায় রচনার স্থান ও রচনাকাল উল্লেখ ছিল- 'কৃষ্ণনগর, ৮ই অগ্রহায়ণ ১৩৩৩'  (২৪ নভেম্বর ১৯২৬ খ্রিষ্টাব্দ)।
  31. ভুলি কেমনে আজো যে মনে  [তথ্য]
    কল্লোল পত্রিকায় জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' (মে ১৯২৭) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  32. মৃদুল বায়ে বকুল ছায়ে   [তথ্য]
    কল্লোল পত্রিকার 'মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ সংখ্যায় (জানুয়ারি ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এ সময় অসুস্থ অবস্থায় তিনি কৃষ্ণনগরে ছিলেন। উল্লেখ্য, ২৬শে ডিসেম্বর (রবিবার, ১১ পৌষ ১৩৩৩) নজরুল কৃষ্ণনগর থেকে মুরলীধর বসুকে লেখা থেকে জানা যায়, নজরুল অসুস্থ অবস্থায় উর্দু গজলের সুরে কয়েকটি বাংলা গজল রচনা করেছিলেন। এ সকল গজলের ভিতরে এই গানটি ছিল।
  33. শুকালো মিলন-মালা  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ আষাঢ় ১৩৩৪। ঝিলিমিলি নাটকে ব্যবহৃত হয়েছিল।
  34. সখি ব'লো বধুঁয়ারে নিরজনে (ব'লো বঁধুয়া রে)  [তথ্য]
    কালানুক্রমিকের বিচারে এটি নজরুলের সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ১১৬ সংখ্যক গান। সওগাত পত্রিকার ‌চৈত্র ১৩৩৪‌ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  35. স্মরণ পারের ওগো প্রিয় [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ আষাঢ় ১৩৩৪। ঝিলিমিলি নাটকে ব্যবহৃত হয়েছিল।
  36. হাজার তারার হার হয়ে গো  [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ শ্রাবণ ১৩৩৪। সারাব্রিজ (সেতুবন্ধ) নাটকের অংশ সারা ব্রিজ।
  37. হৃদয় যত নিষেধ হানে [তথ্য]
    প্রথম প্রকাশ: নওরোজ আষাঢ় ১৩৩৪। ঝিলিমিলি নাটকে ব্যবহৃত হয়েছিল।
বুলবুল প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত নতুন ৬টি গান
  1. কেন উচাটন মন পরান এমন করে [তথ্য]
  2. পরান-প্রিয়! কেন এলে অবেলায় [তথ্য]
  3. সখি জাগো রজনী পোহায় (ওগো) [তথ্য]
  4. কি হবে জানিয়া বল [তথ্য]
  5. রুম্‌ ঝুম্‌ রুম্‌ ঝুম্‌ কে এলে নূপুর পায় [তথ্য]
  6. কে শিব সুন্দর [তথ্য]
বুলবুল দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ
১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে (মার্চ ১৯২৯) এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে নূতন ৭টি গান সংযোজিত হয়েছিল। এই সংস্করণের প্রকাশক ছিলেন গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা ৮+১৬+৮০। মূল্য এক টাকা চার আনা। রাজসংস্করণ দেড় টাকা। এই সংস্করণে  'নতুন গান' বিভাগে নতুন ৭টি গান সংযোজিত হয়েছিল। ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে (মার্চ ১৯২৯)
বুলবুল দ্বিতীয় সংস্করণে অন্তর্ভুক্ত ৪টি নতুন গান
  1. এ নহে বিলাস বন্ধু [তথ্য]
  2. কেন আসিলে যদি যাবে চলি [তথ্য]‌
  3. মুসাফির, মোছ্ ‌রে আঁখি -জল [তথ্য]
  4. সাজিয়াছ যোগী বল কার লাগ [তথ্য]
     
পূর্বে রচিত ৩টি গান
  1. কার নিকুঞ্জে রাত কাটায়ে [তথ্য]
    প্রকাশক: সওগাত পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  2. কেন আন ফুলডোর আজি বিদায় বেলা [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের ১৯শে অগ্রহায়ণ, মুর্শিদাবাদের নিমতিতা'য় গানটি রচিত হয়েছিল।
  3. কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া [তথ্য]
    প্রথম প্রকাশ: সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।