প্রগতি
বাংলাভাষায় প্রকাশিত একটি সাহিত্য পত্রিকা।

১৯২৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ় ১৩৩৪) পত্রিকটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত। এর কার্যালয় ছিল ৪৭, পুরানো পল্টনের একটি টিনের ঘরে এর অফিস ছিল। মূলত এই ঘরে সে সময়ে নিয়মিত সাহিত্যের আড্ডা দিতেন বুদ্ধদেব বসু, অজিতকুমার, পরিমল রায়, সুধীশ ঘটক, মনীশ ঘটক, অনিল ভট্টাচার্য, অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রমুখ তরুণ কবি-সাহিত্যিকবৃন্দ। এই আড্ডা থেকে এঁরা একটি সাহিত্য পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়। পরে বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটির প্রকাশনা শুরু হয়। ১৯২৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ় ১৩৩৪)।

প্রগতির প্রধান বিষয় ছিল সাহিত্যে আধুনিকতা। পত্রিকাটির বিরুদ্ধে তৎকালীন রবীন্দ্রধারার সাহিত্যিকগণ অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন। এই সূত্রে সে কালের 'শনিবারের চিঠি‌' নামক পত্রিকার সাথে  প্রগতির বিরুদ্ধাচারণ শুরু করেছিল।

বিশ্বসাহিত্যের সাথে বাঙালি পাঠকের পরিচয় করে দেওয়ার জন্য এর প্রতিটি সংখ্যাতেই বিদেশি কবিতা, গল্প প্রভৃতির অনুবাদ এবং বিদেশি সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা প্রকাশিত হতো। প্রগতির প্রথম সংখ্যা শুরুই হয়েছে এইচ.জি ওয়েলস এর রদেনস্টাইনের অাঁকা ছবি দিয়ে। এতে আরও ছিল লুইজ পিরানদেল্লেলাকে নিয়ে একটি রচনা, জাপানি কবিতার অনুবাদ ‘সওদা’, অন্তন চেকভের ছাত্র জীবনের সত্য ঘটনা ও ফরাসি সাহিত্য নিয়ে আলোচনা।

১৯২৯ খ্রিষ্টাব্দে (১৩৩৮ বঙ্গাব্দ) পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।