বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে
রাগ: নটমল্লার-ছায়ানট, তাল: কাওয়ালি
হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে।
তমাল-ডালে ঝুলন ঝুলাই নাচাই শিখী কদম-তলে॥
‘বৌ কথা কও’ ব’লে পাখি
করে যখন ডাকাডাকি,
ব্যথার বুকে চরণ রাখি’ নামি বধূর নয়ন-জলে॥
ভয়ঙ্করের কঠিন আঁখি আঁখির জলে করুণ করি,
নিঙাড়ি’ নিঙাড়ি’ চলি আকাশ-বধূর নীলাম্বরী।
লুটাই নদীর বালুতটে,
সাধ ক’রে যাই বধুর ঘটে,
সিনান-ঘাটের শিলাপটে ধরি চরণ-ছোঁওয়ার ছলে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার
'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল।
এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
- পত্রিকা:
নওরোজ।
শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট
১৯২৭)। সারা ব্রিজ।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বৃষ্টিধারার গান।
- গ্রন্থ:
- ঝিলিমিলি
(সংকলন গ্রন্থ)
- প্রথম
সংস্করণ (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ (একাঙ্কিকা)।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বৃষ্টিধারার গান (নৃত্যসহ)।
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ
সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
(নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মেঘ ও বৃষ্টিধারার গান। পৃষ্ঠা: ৩৭২-৩৭৩।
-
বুলবুল।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। গান ৩০। ছায়ানট-কাওয়ালি।
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান
৩০। ছায়ানট-কাওয়ালী। পৃষ্ঠা: ১৭৫-১৭৬]
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী।
১২। নট-মল্লার-ছায়ানট-কাওয়ালী। পৃষ্ঠা ৫৪]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। ৪২। ঠুংরী।
নট-মল্লার-ছায়ানট-কাওয়ালী। পৃষ্ঠা: ২০০ -২০১]