ঝিলিমিলি
কাজী নজরুল ইসলাম
১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়েছিল 'ঝিলিমিলি'
নামক নাট্যসংকলনের প্রথম সংস্করণ। এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল তিনটি নাটিকা। এগুলো হলো- ঝিলিমিলি, সেতুবন্ধ
ও শিল্পী। এর ভিতরে 'ঝিলিমিলি' নাটিকার নামে এই সংকলনের নামকরণ করা হয়েছিল। এই তিনটি
নাটিকাই পূর্বে প্রকাশিত হয়েছিল।
- ঝিলিমিলি : প্রথম প্রকাশিত হয়েছিল নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৪' সংখ্যায়। রচনার স্থান ও তারিখ ছিল- কৃষ্ণনগর,
২৫শে জ্যৈষ্ঠ ১৩৩৪। এই গ্রন্থে ব্যবহৃত সবগুলো গানই পূর্বে রচিত। গ্রন্থের চারটি
গানই নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৪' সংখ্যায় ঝিলিমিলি
নাটক প্রকাশের সময় রচিত হয়েছিল নজরুলের ২৮ বৎসর অতিক্রান্ত বয়সে। গ্রন্থভুক্তির
সময় নতুন কোনো গান যুক্ত হয়নি। এই চারটি গান হলো-
- ঝরে ঝর ঝর কোন্ গভীর গোপন
[তথ্য]
- হৃদয় যত নিষেধ হানে
[তথ্য]
- শুকালো মিলন-মালা
[তথ্য]
- স্মরণ পারের ওগো প্রিয়
[তথ্য]
- সেতুবন্ধ: নাটিকাটির প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রথম প্রকাশিত
হয়েছিল নওরোজ পত্রিকার 'শ্রাবণ ১৩৩৪' সংখ্যায়। এই
দুটি দৃশ্যে ৫টি গান নতুন ছিল। নজরুলের ২৮ বৎসর
অতিক্রান্ত বয়সে। গানগুলো হলো-
- গরজে গম্ভীর গগনে কম্বু [তথ্য]
- অধীর অম্বরে গুরু গরজন [তথ্য]
- হাজার তারার হার হয়ে গো [তথ্য]
- নমো হে নমো যন্ত্রপাতি [তথ্য]
- চরণ ফেলি গো মরণ-ছন্দে [তথ্য]
১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রকাশিত সংকলনে অন্তর্ভুক্ত 'সেতুবন্ধ'
নাটিকা'র তৃতীয় দৃশ্যে দুটি গান যুক্ত হয়েছিল।
গান দুটি হলো-
- নমো নমো নমঃ হিম-গিরি-সূতা [তথ্য]
- হর হর শঙ্কর! জয় শিব শঙ্কর [তথ্য]
- শিল্পী (নাটিকা):
সাপ্তাহিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
প্রকাশকাল জানা যায় নি। ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রকাশিত
'ঝিলিমিলি' নাট্যসংকলনের দ্বিতীয় সংস্করণে প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই নাটকে কোনো
গান ব্যবহৃত হয় নি।
বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত নজরুল রচনাবলী তৃতীয় খণ্ডে
অন্তর্ভুক্ত ঝিলিমিলি নাট্যসংকলনে 'ভুতের ভয়' একটি
নাটিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই নাটকটির রচনাকাল এবং প্রকাশকাল সম্পর্কে কিছু জানা
যায় নি। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণটি কবে
প্রকাশিত হয়েছিল, তা জানা যায় না।