বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে
অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে।
রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে
॥
এলোচুলে দু'লে দু'লে বন-পথে চল আলি,
মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন্-মরালী।
উগারি' গাগরি ঝারি
দে লো
দে করুণা ডারি,
ঘুঙট উতারি' বারি ছিটা লো গুমোট সাঁঝে ॥
তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে
আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে।
মুকুলে ঝরিয়া পড়ি' আকূতি জানায় যূথী
ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তুতি।
কাজল-আঁখি রসিলি
চাহে খুলি ঝিলিমিলি
চল, লো চল সেহেলি, নিয়ে মেঘ-নটরাজে॥
-
ভাবার্থ: এই গানটিতে বর্ষাকে উপস্থাপন করা হয়েছে বর্ষাকন্যা হিসেবে। আকাশজুড়ে
মেঘমৃদঙ্গের ছন্দে এই বর্ষানন্দিনীর পায়ে নৃত্যের ছন্দে বাজে বৃষ্টির নুপূর। কবি আলি
(সখি) সম্বোধনে এই কন্যাকে মেঘের এলোচুলে দুলিয়ে বনপথে যাওয়ার তাড়না দিয়েছেন। যেখান
জলহীন মরা নদীতে বন-মরালী জলের প্রত্যাশায় কাঁদে, সেখানে এই কন্যা যেন চলার পথে তার
জলভরা গাগরি-ঝারি উজার করে জলসিঞ্চন করে। সে যেন গুমোট সন্ধ্যায় তার ঘুঙট (ঘোমটা)
তুলে জলবর্ষণ করে প্রকৃতিকে স্নিগ্ধ করে।
বর্ষা নন্দিনীর আগমনের আনন্দে তালবন তালি বাজায়, ময়ূরী ইশারায় তাকে জানিয়ে দেয়
চারাধানের মাঠে তার আসন পাতা হয়েছে। যূথি তার মুকুল বিসর্জন দিয়ে এই কন্যাকে ডাকে।
তারই প্রত্যাশায় বিরস শাখায় বসে ডাকে চন্দনা আর তোতা পাখি। এই কন্যা জলভরা ঝিলিমিলি
কাজল-আঁখি দেখে কবি তাকে ডেকে বলেন- মেঘরূপী নটরাজের কাছে এই কন্যা যেন তাকে নিয়ে
যায়।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার
'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল।
এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
- পত্রিকা:
নওরোজ।
শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট
১৯২৭)। সারা ব্রিজ।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বৃষ্টিধারার গান।
- গ্রন্থ:
- ঝিলিমিলি
(সংকলন গ্রন্থ)
- প্রথম
সংস্করণ (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ (একাঙ্কিকা)।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বৃষ্টিধারার গান।
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ
সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সেতুবন্ধ। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। নেপথ্য গান।
পৃষ্ঠা: ৩৬৮-৩৬৯।
-
বুলবুল।
- প্রথম সংস্করণ [নভেম্বর ১৯২৮।
কার্তিক ১৩৩৫] গান ৩১। হাম্বীর-কাওয়ালি
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান
৩১। হাম্বীর-কাওয়ালি। পৃষ্ঠা: ১৭৫-১৭৬]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, ঋতু বর্ষা। নাট্যগীতি। ঝিলমিলি