বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন
রাগ: দরবারী কানাড়া, বৈতালিক
স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন
তোমায় চাঁদে চিনি আমি, তুমি আমায় তারায় চেন॥
নূতন পরিচয়ের লাগি’
তারায় তারায় থাকি জাগি’
বারে বারে মিলন মাগি, বারে বারে হারাই হেন॥
নূতন চোখের প্রদীপ জ্বালি’ চেয়ে আছি নিরিবিলি,
খোলো প্রিয় তোমার ধরার বাতায়নের ঝিলি-মিলি।
নিবাও নিবু-নিবু বাতি,
ডাকে নূতন তারার ভাতি,
ওগো আমার দিবস রাতি কাঁদে বিদায়-কাঁদন কেন॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের নভেম্বর
(অগ্রহায়ণ ১৩৩৭) মাসে
'ঝিলিমিলি' নামক একটি একাঙ্কিকা প্রকাশিত হয়েছিল। একাঙ্কিকাটির রচনাকাল ও স্থানের
উল্লেখ করা হয়েছিল- কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ (১০ জুলাই ১৯২৭)। এই একাঙ্কিকাটির অংশ হিসেবে এই গানটি
প্রকাশিত হয়েছিল। আবার নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭) সংখ্যায় গানটি
প্রকাশিত হয়েছিল। এসকল সূত্রানুসারে ধারণা করা যায়, গানটি তিনি রচনা করেছিলেন
জ্যৈষ্ঠ মাসের আগেই। অনেক সময় পত্রিকায় প্রকাশের বিলম্বের কারণে রচনার সময় নিয়ে
বিচভ্রান্তের সৃষ্টি হয়ে থাকে। তাই
'ঝিলিমিল' নামক একাঙ্কিকার রচনার সূত্র ধরে গানটির রচনাকাল ধরা হলো- ২৮
বৎসর ১ মাস।
উল্লেখ্য, ১৯২৮ খ্রিষ্টাব্দের শেষের দিকে
প্রতিভা
বসু কলকাতায় আসেন গ্রামোফোন রেকর্ড কোম্পানির আহ্বানে এবং ১২টি গান রেকর্ড
প্রকাশের চুক্তি হয়েছিল। এইচএমভি থেকে প্রথম তাঁর গাওয়া নজরুল-সঙ্গীতের রেকর্ড প্রকাশিত
হয়েছিল- ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে। এই
রেকর্ডে তাঁর গাওয়া দুটি গান ছিল-
- ছাড়িতে পরান নাহি চায় [তথ্য]
- স্মরণ পারের ওগো প্রিয়
[তথ্য]
পত্রিকা: নওরোজ ['আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ (জুন-জুলাই
১৯২৭)]
গ্রন্থ:
- বুলবুল।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ]। গান ৩৫। দরবারী কানাড়া- যৎ
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। দ্বিতীয় খণ্ড
। বাংলা একাডেমী, ঢাকা। ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান
৩৫। দরবারী কানাড়া- যৎ। পৃষ্ঠা: ১৭৭-১৭৮]
- ঝিলিমিলি
- প্রথম
সংস্করণ । (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। তৃতীয় দৃশ্য। হাবিবের গান
- নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ
সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। তৃতীয় দৃশ্য। হাবিবের গান। পৃষ্ঠা: ৩৬৬।
-
নজরুল গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ।
২ সেপ্টেম্বর ১৯৩০। দরবারী কানাড়া- যৎ। পৃষ্ঠা ১৫১ ]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড বাংলা একাডেমী,
ঢাকা। ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৩৯। খেয়াল। দরবারী কানাড়া- যৎ। পৃষ্ঠা:
২৫৮।
রেকর্ড:
- এইচএমভি [ডিসেম্বর
১৯২৯ (অগ্রহায়ণ- পৌষ
১৩৩৬)]। ঝিলিমিলি নাটকের গান। পি
১১৬৭৩। শিল্পী: প্রতিভা সোম (প্রতিভা
বসু)।
স্বরলিপিকার ও স্বরলিপি:
আহসান মুর্শেদ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)।
২৩ সংখ্যক গান]
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: নাট্যগীতি (প্রেম)
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ [সূত্র: নজরুল গীতিকা]
- গ্রহস্বর:
ধ্সা