নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ঊনবিংশ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত- হয়েছিল জ্যৈষ্ঠ, ১৪০৬/ মে, ১৯৯৯ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ এবং মুহম্মদ নূরুল হুদা, নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  উনবিংশ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন এস. এম. আহসান মুর্শেদ।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. অনাদরে স্বামী পড়ে আছি আমি  [তথ্য] [নমুনা]
  2. আগুন জ্বালাতে আসিনি গো আমি  [তথ্য] [নমুনা]
  3. আজি নতুন এ চাঁদের তিথিতে [তথ্য] [নমুনা]
  4. আয় মা ডাকাত কালী [তথ্য] [নমুনা]
  5. এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী  [তথ্য] [নমুনা]
  6. এলো রে শ্রী দুর্গা [তথ্য] [নমুনা]
  7. ঐ হের রসুলে-খোদা এলো ঐ [তথ্য] [নমুনা]
  8. ও শাপ্‌লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে [তথ্য[নমুনা]
  9. ওলো ননদিনী বল [তথ্য] [নমুনা]
  10. কথা কইবে না বউ [তথ্য] [নমুনা]
  11. কেন আন ফুলডোর আজি বিদায় বেলা [তথ্য] [নমুনা]
  12. কোথায় গেলি মাগো আমার  [তথ্য[নমুনা]
  13. কোন্ বিদেশের নাইয়া তুমি [তথ্য] [নমুনা]
  14. ছি ছি কিশোর হরি [তথ্য[নমুনা]
  15. নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে খেলে মদিনায় [তথ্য] [নমুনা]
  16. প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি  [তথ্য] [নমুনা]
  17. বাঁকা শ্যামল এলো বন-ভবনে [তথ্য] [নমুনা]
  18. ভোর হোল ওঠ্ জাগ্ মুসাফির আল্লা-রসুল বোল্ [তথ্য][নমুনা]
  19. রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না [তথ্য] [নমুনা]
  20. রসুল নামের ফুল এনেছি (মোরা রসুল নামের ফুল এনেছি) [তথ্য] [নমুনা]
  21. শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি [তথ্য] [নমুনা]
  22. সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা [তথ্য] [নমুনা]
  23. স্মরণ পারের ওগো প্রিয়  [তথ্য] [নমুনা]
  24. হে মদিনাবাসী প্রেমিক ধর হাত মম [তথ্য] [নমুনা]
  25. হে মদিনার নাইয়া!  [তথ্য[নমুনা]