বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আজি নতুন এ চাঁদের তিথিতে
তাল: ফের্তা
আজি নতুন এ চাঁদের তিথিতে
কোন্ অতিথি এলো ফুল-বীথিতে॥
যদি বেদনা পায় বঁধু পথ চলিতে
তাই চেয়েছি বনপথ ফুল কলিতে
জানি ভাল জান হে বঁধু ফুল দলিতে
এসো বঁধু সুমধুর প্রীতিতে॥
এসো মনের মন্দিরে দেবতা আমার
লহ প্রেমের চন্দন আঁখি জলহার
আজি সফল করো সাধ আমার পূজার
চির জনম রহ মোর স্মৃতিতে॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই
(আষাঢ় -শ্রাবণ ১৩৪৪) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে গানটির প্রথম রেকর্ড
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড:
- এইচএমভি
। জুলাই ১৯৩৭ (আষাঢ় -শ্রাবণ ১৩৪৪)। এন ৯৯২০। শিল্পী: সীতা দেবী
[শ্রবণ নমুনা]
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪)
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি
তালিকাভুক্ত করা হয়েছিল।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
এস. এম. আহসান মুর্শেদ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। তৃতীয় গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: তালফেরতা (কাহারবা/
দাদরা)
- গ্রহস্বর: জ্ঞা