বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না
রাগ: কাফি-সিন্ধু মিশ্র, তাল: কাহার্বা
রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না
ফাগুনের রানীরে শ্যাম আর ফাগে রাঙিয়ো না॥
রাঙা আবির রাঙা
ঠোঁটে
গালে ফাগের
লালী ফোটে
রঙ সায়রে নেয়ে উঠে অঙ্গে ঝরে রঙের সোনা॥
অনুরাগ-রাঙা
মনে
রঙের খেলা
ক্ষণে ক্ষণে
অন্তরে যার রঙের লীলা তারে বাহিরের রঙ লাগিয়ো না॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪০ বঙ্গাব্দ)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
৮ মাস।
- গ্রন্থ:
- গানের মালা।
- প্রথম সংস্করণ। আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা-৮২। হোরি]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৮২। হোরি। পৃষ্ঠা ২৪২]
-
সুরলিপি। আগষ্ট
১৯৩৪ (শ্রাবণ ১৩৪১)। জগৎঘটক-কৃত স্বরলিপি গ্রন্থ। প্রকাশক: কাজী নজরুল
ইসলাম
- রেকর্ড:
এইচএমভি
[ফেব্রুয়ারি
১৯৩৪ (মাঘ-ফাল্গুন
১৩৪০
খ্রিষ্টাব্দ)]। এন ৭১৯৪। শিল্পী কমলা ঝরিয়া
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: কাজী নজরুল
ইসলাম
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ:
হোরি/হোলি গান
- রাগ: কাফি-সিন্ধু মিশ্র।
- তাল:
কাহারবা/লাউনী
- গ্রহস্বর: