বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও
 
           তাল: কাহার্‌বা

স্ত্রী     : কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও
          কুল-বধূর সিনান ঘাটে বাঁধলে তোমার নাও॥
পুরুষ  : বাণিজ্যেরই লাইগ্যা কন্যা বেড়াই ভেসে স্রোতে
          (ওগো) তোমার রূপের হাট দেখলাম যাইতে এই পথে।
স্ত্রী     : বুঝি তাই বাঁশের বাঁশি, তাই দিয়ে কি হে বিদেশি
          অমূল্য এই মনের মানিক, কিনতে তুমি চাও॥
পুরুষ  : তোমায় পাবো বলে আজো শূন্য আমার তরী (রে কন্যা)
স্ত্রী     : অমন করে চাই ও না গো আমি ভয়ে মরি।
পুরুষ  : ভয়ে মরার চেয়ে কন্যা ডুবে মরা ভালো
স্ত্রী     : আমার মন ডুবেছে দেখে তোমার নয়ন কাজল কালো (রে বন্ধু)
উভয়ে : নূতন প্রেমের যাত্রী দু’জন ছোট্ট মোদের নাও
          ওরে গহীন জলের আকুল জোয়ার অকূলে ভাসাও
                                                মোদের অকূলে ভাসাও॥