বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে
তাল:
দ্রুত-দাদ্রা
রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে
এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥
অতি অল্প ইহার
দাম
শুধু আল্লা
রসুল নাম
এই মালা প’রে দুঃখ শোকের ভুলবি জ্বালাকে॥
এই ফুল ফোটে ভাই দিনে রাতে (ভাইরে ভাই) হাতের কাছে তোর
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে তাই রাত হ’ল না ভোর।
এর সুগন্ধ আর
রূপ ব'য়ে যায়
নিত্য এসে তোর
দরজায় রে
পেয়ে ভাতের থালা ভুললি রে তুই চাঁদের থালাকে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ
-ভাদ্র ১৩৪৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড প্রকাশ করেছিলে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
- রেকর্ড: টুইন। আগষ্ট ১৯৪১ (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮)। এফটি ১৩৬২৯। শিল্পী:
দেলোয়ার হোসেন ও আশরাফ আলী
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: দেলোয়ার হোসেন (চিত্ত রায়)
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি, নাত-এ-রসুল ]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের সুর