বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়
আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়।
মোরা শিরনি নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায়॥
এই শিরনির গুণে ওরে শোন
শিরিণ্ হবে তোর তিক্ত মন রে
রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরনির মহিমায়॥
ধররে প্রাণের তশ্তরি তোর আরশ পানে মেলে,
খোদার খিদে মিটবে রে ভাই এই শিরনি খেয়ে।
তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে
করলি হেলা আল্লার নাম পেয়ে
তোরা কাবা পাবার দরজা পাবি আয় আল্লা নামের দরজায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর
২ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি
২০১২)। ১১১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৪০।
- রেকর্ড:
টুইন। আগষ্ট ১৯৪১ (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮)। এফটি ১৩৬২৯। শিল্পী:
দেলোয়ার হোসেন ও আশরাফ আলী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [ইসলামি গান, হামদ]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- রাগ:
ভীম পলশ্রী
- তাল:
দাদরা