বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা
রাগ: দেশি টোড়ি মিশ্র, তাল: কাহার্বা
সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা
ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা॥
হাসিয়া কহ কথা আজ হাসিতে যেমন আগেতে
হেরিবে মোর জীবন-সাঁঝে গোধূলি রঙের খেলা॥
হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি
তেমনি থাকিয়া যায় সব যাবার যে যায় সে একেলা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের জুন (জ্যৈষ্ঠ- ১৩৪০)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ২ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ২১ সংখ্যক গান। দেশি টোড়ি মিশ্র-
লাউনী]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।
২১ সংখ্যক গান। দেশি টোড়ি মিশ্র-
লাউনী। পৃষ্ঠা: ২৯৬।
- রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ- আষাঢ় ১৩৪০)]। এন ৭১১৩। শিল্পী:
হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
আহসান মুর্শেদ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)।
২২ সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয়
- গ্রহস্বর:
রসা