বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভোর হোল ওঠ্ জাগ্ মুসাফির আল্লা-রসুল বোল্
তাল:
কাহার্বা
ভোর হোল ওঠ্ জাগ্ মুসাফির আল্লা-রসুল বোল্
গাফ্লিয়াতি ভোল্ রে অলস্ আয়েশ আরাম্ ভোল্॥
এই দুনিয়ার সরাইখানায়
জনম্ গেল ঘুমিয়ে হায়
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে মায়ার বাঁধন খোল্॥
দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর
দীনের কাজে অবহেলা কর্লি জীবন ভোর।
যে দিন আজো আছে বাকি
খোদারে তুই দিস্নে ফাঁকি
আখেরে পার হবি যদি পুল্ সেরাতের পোল্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে এই গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স
ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- রেকর্ড:
এইচএমভি [এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৮৬। শিল্পী:
মহম্মদ কাশেম]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
আহসান মুর্শেদ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)।
১৮ সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
- সুরাঙ্গ: স্বকীয়