বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে
 
	
		
		    
		   
আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে
       
শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে 
থালাতে॥
      
		
		    
      
		 ধরায় আবার আসিয়াছি প্রিয়া
             
		    
		তব 
মুখখানি দেখিব বলিয়া
তাই  প্রদীপ হইয়া নীরবে পুড়ি তোমারই বরণ ডালাতে
॥
		
		তব   মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি 
		
            
		                    
		তুমি কেন লাজে 
ওঠো আকুলি
তব   রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো
               
		                 
		আমি সাঁঝের 
ক্ষণিক গোধূলী।
       
		তব কাজল নয়ন-পল্লব ছায়ে, অশ্রুর মত রহিব লুকায়ে
		       
		ঝরিতে এসেছি ফুল হয়ে আমি তোমার বুকের মালাতে॥
	
- রচনাকাল ও স্থান: 
	গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪৩ খ্রিষ্টাব্দের 
আগষ্ট 
(শ্রাবণ-ভাদ্র ১৩৫০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশিত 
হয়েছিল। এই সময় 
 নজরুল মানসিক রোগের কারণে চিকিৎসাধীন ছিলেন। এই মাসে এইচএমভির 
সাথে গান প্রকাশের বিষয়ে প্রমীলা নজরুল চুক্ত করেছিলেন। তবে সম্ভবত এই মাসে 
প্রকাশিত এই গানটি এই চুক্তির আগেই রেকর্ড করা হয়েছিল।
 
- রেকর্ড:
এইচএমভি [আগষ্ট ১৯৪৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৫০)। এন ২৭৩৯৪। শিল্পী সত্য চৌধুরী। সুর কমল দাশগুপ্ত।] 
	
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	
	আহসান মুর্শেদ। 
	
	নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। দ্বিতীয় গান] 
 	[নমুনা]
- সুরকার: সুবল দাশগুপ্ত
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: 
		
		গজল
- তাল: 
		
		দাদরা
- গ্রহস্বর: সা