নজরুল গীতিকা
নজরুলের গান বিভিন্ন কাব্য ও সঙ্গীত সংকলনে স্থান পেলেও, নজরুলের অধিকাংশ গ্রন্থ সরকার বাজেয়াপ্ত করেছিল। ফলে গানের বাণী সঙ্গীত পিপাসুদের কাছে তাঁর অনেক গানের বানী অপ্রাপ্য হয়ে উঠেছিল। তাই নজরুল স্বতন্ত্র সঙ্গীত-সংকলন প্রকাশে আগ্রহী হয়ে উঠেছিলেন। এই সূত্রে প্রকাশিত হয়েছিল- নজরুলের বিভিন্ন ভাবাদর্শের সঙ্গীত-সংকলন 'নজরুল গীতিকা।া।

গ্রন্থটির প্রথম প্রকাশকাল: ২ সেপ্টেম্বর ১৯৩০ খ্রিষ্টাব্দ (ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ)। প্রকাশক: শ্রীকালীকৃষ্ণ চক্রবর্তী, শরচ্চন্দ্র চক্রবর্তী এন্ড সন্স, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলকাতা। প্রিন্টার: শ্রীমনোরঞ্জন, কালিকা প্রেস, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলকাত। পৃষ্ঠা ৪+১৫১। মূল্য দেড় টাকা।

এই গ্রন্থে মোট গানের সংখ্যা ছিল ১২৭টি। এর ভিতরে নূতন গান ছিল ২৬টি। উৎসর্গ-এর গানটি ছাড়া  গানগুলোকে ১০টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলো হলো- ওমর খৈয়াম-গীতি, দীওয়ান-ই-হাফিজ গীতি, জাতীয় সঙ্গীত, ঠুংরী, গজল, টপ্পা, বাউল-ভাটিয়ালী, ধ্রুপদ, হাসির গান ও খেয়াল। এ সকল পর্বে যে সকল নতুন গান রাখা হয়েছিল, তার তালিকা তুলে ধরা হলো।

  1. উৎসর্গ: আমার গানের বুলবুলিরা [তথ্য]
    এর সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- কলিকাতা/ভাদ্র, ১৩৩৭।
  2. পর্ব ১: ওমর খৈয়াম-গীতি।
    এই বিভাগের গান সংখ্যা ৮ ৮টি। এর ভিতরে দ্বিতীয় ও তৃতীয় গানটি উত্তরা পত্রিকার 'ভাদ্র ১৩৩৭' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তবে এই গ্রন্থ প্রকাশের সময়ই প্রকাশিত হয়েছিল বলে, নূতন গান হিসেবে উল্লেখ করা হলো।
    1. সৃজন-ভোরে প্রভু মোরে [ওমর খৈয়াম-গীতি। ১ ] [তথ্য]
    2. পিও শরাব পিও [ওমর খৈয়াম-গীতি। ২] [তথ্য]
      গানটি প্রথম প্রকাশিত হয়েছিল উত্তরা পত্রিকায় (ভাদ্র ১৩৩৭) গানটি প্রকাশিত হয়েছিল।
    3. কানন গিরি সিন্ধুপার  [ওমর খৈয়াম-গীতি। ৩] [তথ্য]
      গানটি প্রথম প্রকাশিত হয়েছিল উত্তরা পত্রিকায় (ভাদ্র ১৩৩৭) গানটি প্রকাশিত হয়েছিল।
    4. আজ বাদে কাল আসবে কিনা  [ওমর খৈয়াম-গীতি। ৪] [তথ্য]
    5. তরুণ প্রেমিক প্রণয় বেদন [ওমর খৈয়াম-গীতি। ৫] [তথ্য]
    6. যেদিন লব বিদায় [ওমর খৈয়াম-গীতি। ৬ ] [তথ্য]
    7. কোন্ মাটিতে আমার কায়া [ওমর খৈয়াম-গীতি।৭] [তথ্য]
    8. রে অবোধ শূন্য শুধু যেদিন লব বিদায় [ওমর খৈয়াম-গীতি। ৮] [তথ্য]
       
    পর্ব ২: দীওয়ান-ই-হাফিজ গীতি
    গান সংখ্যা ৮। এর ভিতরে ১টি গান 'আরো নূতন নূতনতর শোনাও গীতি'- জয়তী পত্রিকার 'শ্রাবণ ১৩৩৭ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। ফলে এই পর্বের যুক্ত হয়েছিল ৭টি নতুন গান।
     
    1. আরো নূতন নূতনতর শোনাও গীতি [গান-১৮১৯] [তথ্য]
      জয়তী পত্রিকার 'শ্রাবণ ১৩৩৭ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল
    2. আমরা পানের নেশায় পাগল [দীওয়ান-ই-হাফিজ গীতি। ২] [তথ্য]
    3. ভোরের হাওয়া ! ধীরে ধীরে  [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৩] [তথ্য]
    4. আজ সুদিনের আস্‌ল ঊষা [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৪] [তথ্য]
    5. আস্‌ল যখন ফুলের ফাগুন [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৫] [তথ্য]
    6. ঐ লুকায় রবি লাজে [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৬] [তথ্য]
    7. দোষ দিও না প্রবীণ জ্ঞানী  [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৭] [তথ্য]
    8. চাঁদের মতন রূপ পেল [দীওয়ান-ই-হাফিজ গীতি। ৮] [তথ্য]
    পর্ব ৩: জাতীয় সঙ্গীত
    এই বিভাগের গান সংখ্যা ১৪। এর ভিতরে ১৪টি গান পূর্বে রচিত।
    1. দুর্গম গিরি কান্তার মরু [জাতীয় সঙ্গীত ১] [তথ্য]
      সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ' কাণ্ডারী হুঁশিয়ারী ' শিরোনামের এই গানটির সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কৃষ্ণনগর ৬ জ্যৈষ্ঠ ১৩৩৩' [বৃহস্পতিবার, ২০ মে ১৯২৬ ]।
    2. আমরা শক্তি আমরা বল [জাতীয় সঙ্গীত ২]  [তথ্য]
      সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ' ছাত্রদলের গান' শিরোনামের এই গানটির সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কৃষ্ণনগর ৫ জ্যৈষ্ঠ ১৩৩৩'।
    3. টলমল টলমল পদভরে [জাতীয় সঙ্গীত ৩] [তথ্য]
      গানটি 'আলেয়া' গীতিনাট্যে প্রস্তাবনা'র গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
    4. যে দুর্দিনের নেমেছে বাদল  [জাতীয় সঙ্গীত ৪] [তথ্য]
      'ছাত্র' পত্রিকার 'শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায় গানটটি প্রথম প্রকাশিত হয়েছিল।
    5. চল্‌ চল্‌ চল্‌ চল্‌ চল্‌ চল্‌ (ঊর্ধ্বগগনে)  [জাতীয় সঙ্গীত ৫] [তথ্য]
      ১৯২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (ফাল্গুন ১৩৩৪) ঢাকায় মুসলিম সাহিত্য-সমাজের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আমন্ত্রণে নজরুল ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের তৎকালীন হাউস টিউটর অধ্যাপক সৈয়দ আবুল হোসেনের বাসায় ওঠেন। এই বাসাতে নজরুল এই গানটি রচনা করেন।
    6. বাজলো কি রে ভোরের সানাই [জাতীয় সঙ্গীত ৬] [তথ্য]
      মোয়াজ্জিন পত্রিকার 'কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
    7. আসিলে কে গো অতিথি  [জাতীয় সঙ্গীত ৭] [তথ্য]
    8. ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
    9. অগ্রপথিক হে সেনাদল [জাতীয় সঙ্গীত ৮] [তথ্য]
      শিখা (মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র) ও সওগাত পত্রিকার চৈত্র ১৩৩৩ (মার্চ-এপ্রিল ১৯২৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
    10. জাগো অনশন বন্দী ওঠ রে যত [জাতীয় সঙ্গীত ][তথ্য]
      ফণি-মনসা প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭)] 'অন্তর-ন্যাশনাল সঙ্গীত' শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির সাথে রচনার স্থান ও কালের উল্লেখ আছে- 'কলিকাতা। ১লা বৈশাখ ১৩৩৪' (বৃহস্পতিবার ১৪ এপ্রিল ১৯২৭)। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল গণবাণী পত্রিকার '৮ই বৈশাখ ১৯৩৪' সংখ্যায়।
    11. কোন অতীতের আঁধার ভেদিয়া [জাতীয় সঙ্গীত ১০] [তথ্য]
      ফণি-মনসা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত এই গানটির সাথে রচনার তারিখ উল্লেখ আছে 'মাদারিপুর ২৯শে ফাল্গুন ১৩৩২'।
    12. তোরা সব জয়ধ্বনি কর [জাতীয় সঙ্গীত ১১][তথ্য]
      ১৯২২ খ্রিষ্টাব্দে  ভারতজুড়ে চলছিল অসহযোগ আন্দোলন। এই সূত্রে ১৫-১৬ এপ্রিল কংগ্রের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাগারে ছিলেন। তাই তাঁর স্ত্রী বাসন্তী দেবী এই সম্মেলনের সভাপতিত্ব করেন। এই সভায় ব্রিটিশদের সকল বিধিতে বাধা দেওয়ার নতুন অঙ্গীকার ব্যক্ত করা হয়। কমিল্লায় বসে এই সংবাদ শুনে নজরুল উল্লসিত হন এবং এই গানটি রচনা করেন।
    13. অমর কানন মোদের অমর কানন [জাতীয় সঙ্গীত ১২][তথ্য]
      গানটি ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত 'ছায়ানট' কাব্যগ্রন্থে 'অমর-কানন' শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির নিচে স্থান ও তারিখ উল্লেখ আছে- 'গঙ্গাজলঘাটী, বাঁকুড়া/আষাঢ় ১৩৩২।
    14. জাগো নারী জাগো বহ্নিশিখা [জাতীয় সঙ্গীত ১৩][তথ্য]
      গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
    15. মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম [জাতীয় সঙ্গীত ১৪][তথ্য]
      ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত ছায়ানট কাব্যগ্রন্থে কবিতা হিসেবে ছায়ানট কাব্যে 'পাহাড়ী গান শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির সাথে স্থান ও তারিখ উল্লেখ আছে- হুগলি/আষাঢ়্ ১৩৩১।
       
    পর্ব ৪: ঠুংরী
    গান সংখ্যা ১৫। এর সবগুলো গান আগে রচিত হয়েছিল।
    1. ভোরের হাওয়া এলে [ঠুংরী] [তথ্য]
       'আলেয়া' গীতিনাট্যে হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
    2. কোথা চাঁদ আমার [ঠুংরী ২] [তথ্য]
      ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ডিএম লাইব্রেরি থেকে প্রকাশিত মহুয়া নাটকে গানটি যুক্ত হয়েছিল। কিন্তু মন্মথরায় নাট্য-গ্রন্থাবলী-চতুর্থ খণ্ড [প্রথম প্রকাশ ১৯৫৮। প্রকাশক: মন্মথন। ২২৯ সি, বিবেকানন্দ রোড, কলিকাতা ৭০০০০৬। মুদ্রক দেব প্রিন্টার্স। ৭এ প্রতাপ চ্যাটার্জী লেন। কলকাতা ৭০০০১২]-এ মুদ্রিত মহুয়া নাটকের যে আদি পাঠ মুদ্রিত হয়েছে, সেখানে এই গানটি নেই।
    3. আধো ধরণী আলো আধো আঁধার [ঠুংরী ৩][তথ্য]
      'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
    4. একডালি ফুলে ওরে [ঠুংরী ৪] [তথ্য]
      ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে নজরুলের রচিত ও সুরোপিত মোট ১৫টি গান ব্যবহৃত হয়েছিল । এর আগে এই গানটি অন্য কোনো মাধ্যমে প্রচারিত বা কোনো গ্রন্থাদিতে প্রকাশিত হয় নি। ধারণা করা হয়, এই নাটকের জন্যই ১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি এই গানটি রচনা করেছিলেন।
    5. নামহারা ঐ গাঙের পারে [ঠুংরী ৫][তথ্য]
       ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত 'ছায়ানট' কাব্যে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-' কুমিল্লা/জ্যৈষ্ঠ ১৩২৯'।
    6. তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি [ঠুংরী ৬] [তথ্য]
      ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'কবি-রানি'। গানটির সাথে রচনার স্থান ও তারিখ  উল্লেখ ছিল না। প্রকাশের বিচারে বলা যায় গানটি ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসের আগেই রচিত হয়েছিল।
    7. আমি শ্রান্ত হয়ে আস্‌ব যখন [ঠুংরী ৭] [তথ্য]
      ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। গানটির সাথে রচনার স্থান ও তারিখ  উল্লেখ ছিল না। প্রকাশের বিচারে বলা যায় গানটি ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসের আগেই রচিত হয়েছিল।
    8. আজ চোখের জলে প্রার্থনা মোর  [ঠুংরী ৮]  [তথ্য]
      ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। গানটির সাথে রচনার স্থান ও তারিখ  উল্লেখ ছিল না। প্রকাশের বিচারে বলা যায় গানটি ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসের আগেই রচিত হয়েছিল।
    9. ছাড়িতে পরান নাহি চায় [ঠুংরী ৯] [তথ্য]
      ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
    10. আঁধার রাতে কে গো একেলা [ঠুংরী ১০] [তথ্য]
      'আলেয়া' গীতিনাট হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
    11. আমার কোন কূলে আজ ভিড়লো তরী [ঠুংরী ১১] [তথ্য]
      রচনার স্থান ও তারিখ। ঢাকা আষাঢ় ১৩৩৫।
    12. হাজার তারার হার হয়ে গো [ঠুংরী ১২] [তথ্য]
      নওরোজ পত্রিকার শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায় প্রকাশিত হয়েছিল 'সারা ব্রিজ (সেঁতুবন্ধ) নাটক। এই নাটকের সাথে এই গানটিও মুদ্রিত হয়েছিল। সম্ভবত এই নাটকটি তিনি ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে রচনা করেছিলেন।
    13. কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে [ঠুংরী ১৩] [তথ্য]
      নওরোজ পত্রিকার ' ভাদ্র ১৩৩৪' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
    14. সখি ব'লো বধুঁয়ারে নিরজনে (ব'লো বঁধুয়া রে) [ঠুংরী ১৪][তথ্য]
      সওগাত পত্রিকার ‌'‌চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ‌ সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
    15. কি হবে জানিয়া বল [ঠুংরী ১৫] [তথ্য]
      নওরোজ পত্রিকার ' ভাদ্র ১৩৩৪' সংখ্যায় প্রকাশিত হয়।  রচনার স্থান ও রচনাকাল উল্লেখ নেই । ধারণা করা হয়, নজরুল এই গানটি রচনা করেছিলেন ১৩৩৪ বঙ্গাব্দের আশ্বিন মাসে।
পর্ব ৫: গজল
গান সংখ্যা ২৬টি। এর ভিতরে ২৫টি গানই পূর্বে রচিত হয়েছিল।
  1. রেশমি চুড়ির শিঞ্জিনীতে [গজল ১] [তথ্য]
    রচনাকাল ও স্থানের উল্লেখ আছে- 'দৌলৎপুর/কুমিল্লা/বৈশাখ ১৩২৭'।
  2. বেসুর বীণায় ব্যথার সুরে [গজল ২] [তথ্য]
    গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
  3. দুলে আলো শতদল ‌‌[গজল ৩] [তথ্য]
    গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
  4. পথে পথে ফের সাথে  ‌‌[গজল ৪]  [তথ্য]
    উত্তরা পত্রিকার 'আষাঢ় ১৩৩৭ সংখ্যায় গানটি প্রথম প্রকশিত হয়েছিল।
  5. বউ কথা কও বউ কথা কও  ‌‌[গজল ৫]  [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে নজরুলের রচিত ও সুরোপিত মোট ১৫টি গান ব্যবহৃত হয়েছিল । এর আগে এই গানটি অন্য কোনো মাধ্যমে প্রচারিত বা কোনো গ্রন্থাদিতে প্রকাশিত হয় নি। ধারণা করা হয়, এই নাটকের জন্যই ১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি এই গানটি রচনা করেছিলেন।
  6. ফাগুন-রাতের ফুলের নেশায়  ‌‌[গজল ৬]  [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন, (আষাঢ় ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল।
  7. কেউ ভোলে না কেউ ভোলে ‌‌[গজল ৭] [তথ্য]
     ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন,(আষাঢ় ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল।
  8. মোর ঘুমঘোরে এলে মনোহর ‌‌[গজল ৮]  [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন,(আষাঢ় ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল।
  9. আজ বাদল ঝরে (আজি বাদল ঝরে) ‌‌[গজল ৯] [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  10. বাগিচায় বুলবুলি তুই ‌‌[গজল ১০][তথ্য]
    গানটি কল্লোল পত্রিকার 'মাঘ ১৩৩৩ বঙ্গাব্দ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। রচনার স্থান ও রচনাকাল উল্লেখ আছে - কৃষ্ণনগর, ৮ই অগ্রহায়ণ ১৩৩৩'।
  11. আমারে চোখ ইশারায় ‌‌[গজল ১১][তথ্য]
    কল্লোল পত্রিকার 'চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায় (মার্চ, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। 
  12. বসিয়া বিজনে কেন একা মনে ‌‌[গজল ১২] [তথ্য]
    কল্লোল পত্রিকার 'ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায় (ফেব্রুয়ারি, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  13. ভুলি কেমনে আজো যে মনে ‌‌[গজল ১৩] [তথ্য]
    কল্লোল পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় (ফেব্রুয়ারি, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  14. কে বিদেশী বন-উদাসী  ‌‌[গজল ১৪][তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল সওগাত পত্রিকার 'পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায়।
  15. করুণ কেন অরুণ আখিঁ  ‌‌[গজল ১৫] [তথ্য]
    বঙ্গবাণী পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় (মে, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  16. এত জল ও-কাজল চোখ  ‌‌[গজল ১৬]  [তথ্য]
    বঙ্গবাণী পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় (মে, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  17. দুরন্ত বায়ু পূববইয়াঁ ‌‌[গজল ১৭]  ‌[তথ্য]
    সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত নাটকটির সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- ' কৃষ্ণনগর, ১ পৌষ ১৩৩৩'।
  18. নিশি ভোর হল জাগিয়া ‌‌[গজল ১৮] [তথ্য]
    প্রগতি পত্রিকার 'চৈত্র ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  19. নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল ‌‌[গজল ১৯] [তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কালিকলম পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৫' সংখ্যায়।  রচনার স্থান ও রচনাকাল উল্লেখ নেই ।
  20. এ আঁখি জল মোছ প্রিয়া ‌[গজল ২০] [তথ্য]
    কল্লোল পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ' (মে ১৯২৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  21. রুম্‌ ঝুম্‌ রুম্‌ ঝুম্‌ কে এলে নূপুর পায় ‌[গজল ২১]  [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
  22. কেন আন ফুলডোর আজি বিদায় বেলা ‌[গজল ২২][তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের ১৯শে অগ্রহায়ণ, মুর্শিদাবাদের নিমতিতা'য় গানটি রচিত হয়েছিল।
  23. কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া [গজল ২৩] [তথ্য]
    সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
  24. মুসাফির, মোছ্ ‌রে আঁখি -জল  [গজল ২৪] [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনের দ্বিতীয় সংস্করণ।
  25. এ নহে বিলাস বন্ধু [গজল ২৫] [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনের দ্বিতীয় সংস্করণ।
  26. রঙ-মহলের রঙ-মশাল মোরা [গজল ২৬][তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর মনিমোহন থিয়েটারে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'জাহাঙ্গীর' নামক একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে বাদীগণের গান হিসেবে নজরুলের রচিত এই নতুন গানটি পরিবেশিত হয়েছিল।
পর্ব ৬: টপ্পা
গান সংখ্যা ৬টি। এই পর্বের সকল গানই পূর্বে প্রকাশিত হয়েছিল।
  1. আজি এ কুসুম-হার [টপ্পা-১][তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৫' সংখ্যায় প্রকাশিত হয়।  
  2. এই নীরব নিশীথ রাতে [টপ্পা-২] [তথ্য]
     গানটির নিচে রচনা ও স্থানের তারিখ ছিল- 'কলিকাতা/ফাল্গুন ১৩২৭।
  3. কোন মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে [টপ্পা-৩][তথ্য]
    রচনার তারিখ  'বরিশাল আশ্বিন ১৩২৭' (অক্টোবর-নভেম্বর ১৯২০)
  4. আমার আপনার চেয়ে আপন যে জন   [টপ্পা-৩][তথ্য]
    ছায়ানট -এর প্রথম সংস্করণে [২২ সেপ্টেম্বর ১৯২৫, ৬ আশ্বিন ১৩৩২] গানটি অন্তর্ভুক্ত হয়েছিল আপন পিয়াসী শিরোনামে। গানটির সাথে রচনার স্থান ও রচনাকাল উল্লেখ আছে- 'কলিকাতা/আষাঢ় ১৩৩১।
  5. আজ নতুন করে পড়ল মনে মনের মতনে [টপ্পা-৫] [তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার শ্রাব্ণ ১৩২৭ বঙ্গাব্দ সংখ্যায়। ধারণা করা হয়, গানটি রচিত হয়েছিল আষাঢ় মাসের দিকে। এই সময় তিনি মুজফ্‌ফর আহমেদের সাথে কলকাতার 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির'র অফিসে বাস করতেন।
  6. আদর-গরগর বাদর দরদর [টপ্পা-৬] [তথ্য]
    ১৩৩২ বঙ্গাব্দের প্রকাশিত 'ছায়ানট' কাব্যগ্রন্থে 'বাদল দিনে' নামে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কলিকাতা শ্রাবণ ১৩২৮'।
পর্ব ৭: কীর্তন
এই পর্বে পূর্বে রচিত ও প্রকাশিত ২টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। গান দুটি হলো-
  1. কেন প্রাণ ওঠে কাঁদিয়া [কীর্তন ১] [তথ্য]
    ১৩৩৬ ব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল
  2. আমি কি সুখে লো গৃহে রবো  [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
পর্ব ৮: বাউল-ভাটিয়ালি
গান সংখ্যা ৭টি। এর ভিতরে ৭টি গানই পূর্বে প্রকাশিত হয়েছিল।
  1. নিরুদ্দেশের পথে যেদিন [বাউল-১] [তথ্য]
    'ছায়ানট' কাব্যগ্রন্থে গানটির রচনার তারিখ উল্লেখ আছে 'কলিকাতা/চৈত্র ১৩২৭'। 
  2. ঐ ঘাসের ফুল [বাউল-২] [তথ্য]
    ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'ছায়ানট' কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে এই গানটি যখন অন্তর্ভুক্ত হয়। এর শিরোনাম হয় 'অ-কেজোর গান'। এই গ্রন্থে রচনাটির নিচে 'দেওঘর/ পৌষ ১৩২৭' লেখা আছে।
  3. কোন্ সুদূরের চেনা বাঁশি [বাউল-৩] [তথ্য]
    ছায়ানট কাব্যগ্রন্থে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে -'কলিকাতা/শ্রাবণ, ১৩২৮। কিন্তু গানটি ভারতী পত্রিকার  'বৈশাখ ১৩২৮ ' সংখ্যার ৭০ পৃষ্ঠায় মুদ্রিত হয়েছিল।
  4. আমার গহীন জলের নদী [বাউল-৪][তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  5. আমার সাম্পান যাত্রী না লয় (আমার এ না' যাত্রী না লয়)  [ভাটিয়ালী-১][তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। 
  6. পউষ এলো গো! [বাউল-৫][তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'মাঘ ১৩২৯ বঙ্গাব্দ' সংখ্যায়। এই সময় নজরুল ডিসেম্বর মাসে নজরুল প্রেসিডেন্সি জেলে ছিলেন।
  7. বেলা শেষে উদাস পথিক ভাবে [বাউল-৬] [তথ্য]
    গানটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'ফাল্গুন ১৩২৯' (ফেব্রুয়ারি ১৯২৩) সংখ্যায়। শিরোনাম: 'পথহারা' [পৃষ্ঠ: ৬৭৭] । এরপর দোলন-চাঁপার প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দ (আগষ্ট ১৯২৪) গানটি 'পথহারা' শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছিল।
পর্ব ৮: ধ্রুপদ
গান সংখ্যা ৬টি। এর ভিতরে ১টি গান ছিল নতুন।
  1. আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো [ তথ্য]
  2. হিন্দোলি' হিন্দোলি' ওঠে নীল [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  3. দুলে চরাচর হিন্দোল-দোল [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  4. গরজে গম্ভীর গগনে কম্বু [তথ্য]
    নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৩ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত হয়েছিল 'ঝিলিমিল' নামক একটি একাঙ্কিকা প্রকাশিত হয়েছিল। একাঙ্কিকাটির রচনাকাল ও স্থানের উল্লেখ করা হয়েছিল- কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪।
  5. সাজিয়াছ যোগী বল কার লাগি [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দে চৈত্র মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনের দ্বিতীয় সংস্করণ।
  6. কে শিব সুন্দর  [তথ্য]
    ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক মাসে প্রকাশিত হয়েছিল 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
পর্ব ৯: হাসির গান
গান সংখ্যা ৬টি। এর ভিতরে ৫টি ছিল নতুন গান এই গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। গানগুলো হলো-
  1. আমি তুরাগ ভাবিয়া মোড়গে চড়িনু  [তথ্য]
    জয়তী পত্রিকার শ্রাবণ ১৩৩৭ সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
  2. যদি শালের বন হতো[তথ্য]
  3. ডুবু ডুবু ধর্ম-তরী [তথ্য]
  4. নাচে মাড়োবার বালা [তথ্য]
  5. থাকিতে চরণ মরণে কি ভয় [তথ্য]
  6. বদ্‌‌না গাড়ুতে গলাগলি করে [তথ্য]
     
পর্ব ১০: খেয়াল গান
গান সংখ্যা ২৯টি। এর সকল গানই পূর্বে রচিত।
  1. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন  [তথ্য]
     
  2. গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়।
  3. নাইয়া কর পার  [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  4. মোরা ছিনু একেলা হইনু দুজন [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  5. (ওগো) নতুন নেশায় আমার এ মদ [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  6. খোলো খোলো খোলো গো দুয়ার  [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  7. ভরিয়া পরান শুনিতেছি গান  [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  8. আজি ঘুম নহে, নিশি জাগরণ [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দে মন্মথ রায় 'ময়মনসিংহ গীতিকা' অবলম্বনে মহুয়া নামক একটি নাটক রচনা করেছিলেন। এই নাটকটি ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  9. চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার [তথ্য]
    গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-' হুগলি/ফাল্গুন ১৩৩১'।
  10. আজকে দেখি হিংসা-মদের [তথ্য]
    গানটির নিচে রচানার স্থান ও তারিখ উল্লেখ আছে-' কলিকাতা/আশ্বিন ১৩৩১'।
  11. পথের দেখা এ নহে গো বন্ধু    [তথ্য]
    সিন্ধু-হিন্দোল' কাব্যে গানটির রচনাকাল উল্লেখ আছে- হুগলি, ৩০শে কার্তিক ১৩৩২ ।
  12. পথিক ওগো চলতে পথে তোমায় আমায় [তথ্য]
    'সিন্ধু-হিন্দোল' কাব্যে গানটির রচনাকাল উল্লেখ আছে- 'বরিশাল আশ্বিন ১৩২৭'।
  13. পরজনমে দেখা হবে প্রিয় [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  14. মাধবী-তলে চল মাধবিকা-দল [তথ্য]
    গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল।
  15. দেখা দাও দেখা দাও ওগো  [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  16. বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  17. জাগো জাগো খোলো গো আঁখি [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  18. ওগো সুন্দর আমার [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  19. জনম জনম গেল আশা-পথ চাহি  [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। সওগাত পত্রিকার 'অগ্রহায়ণ ১৩৩৬' সংখ্যায় প্রকাশিত হয়।
  20. এলে কি শ্যামল পিয়া (ওগো) [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  21. চল্‌ সখি জল নিতে [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  22. ঝরিছে অঝোর বরষার বারি [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  23. আসিলে কে অতিথি সাঁঝে [তথ্য]
    গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল
  24. ঘেরিয়া গগন মেঘ আসে [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  25. ঘোর তিমির ছাইল [তথ্য]
    ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন (আষাঢ় ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল।
  26. কার বাঁশরি বাজে মূলতানী সুরে [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  27. কে তুমি দূরের সাথী [তথ্য]
     গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকার 'শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায়।
  28. আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে [তথ্য]
    ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
  29. স্মরণ পারের ওগো প্রিয় [তথ্য]
    নওরোজ পত্রিকার 'আষাঢ় ১৩৩৩ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত হয়েছিল 'ঝিলিমিল' নামক একটি একাঙ্কিকা প্রকাশিত হয়েছিল। একাঙ্কিকাটির রচনাকাল ও স্থানের উল্লেখ করা হয়েছিল- কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪। এই একাঙ্কিকাটির অংশ হিসেবে এই গানটি প্রকাশিত হয়েছিল।
  30. তুমি মলিন-বাসে থাক যখন [তথ্য]
    ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'সাধের ভিখারিনী'।