বিষয়:নজরুলসঙ্গীত।
শিরোনাম: রংমহলের রংমশাল মোরা
রাগ: ভৈরবী-আশাবরী-ভূপালী।
তাল কাহারবা
রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি।
রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফাল॥
রূপের দেউলে আমি পূজারিণী
রূপের হাটে মোর নিতি বিকিকিনি,
নৌবতে আমি প্রাতে আশাবরি,
আমি সাঁঝে কাঁদি ভূপালী॥
আমি শরম-রাঙা চোখের নেশা,
লাল শারাব আমি আঙুর-পেষা,
আঁখিজলে গাঁথা আমি মোতি-মালা,
দীপাধারে মোরা প্রাণ জ্বালি॥
- রচনাকাল ও স্থান: নাটকটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর (বুধবার
১০ পৌষ ১৩৩৬) মনোমোহন
থিয়েটারে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'জাহাঙ্গীর' নামক একটি নাটক মঞ্চস্থ হয়।
ওই নাটকে বাদীগণের গান হিসেবে নজরুলের রচিত এই নতুন গানটি পরিবেশিত হয়েছিল।
বাদীরা গানটি পর্যায়ক্রমে ভেঙে ভেঙে পরিবেশন করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর।
- গ্রন্থ:
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২
সেপ্টেম্বর ১৯৩০। ভৈরবী-আশাবরী-ভূপালী-কাহারবা।
পৃষ্ঠা: ১০২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৭১। গজল। ভৈরবী-আশাবরী-ভূপালী-কাহারবা । পৃষ্ঠা:
২১৮-২১৯]
- মঞ্চ:
- জাহাঙ্গীর (নাটক)। নাট্যকার: মণিলাল বন্দ্যোপাধ্যায়।
মনোমোহন থিয়েটার মঞ্চে অভিনীত হয়েছিল। [২৫শে ডিসেম্বর ১৯২৯ (বুধবার
১০ পৌষ ১৩৩৬)। বাঁদীগণের গান]