আঁধার রাতে কে গো একেলা
নয়ন-সলিলে ভাসালে ভেলা॥
কাঁদিয়া কারে খোঁজ ওপারে
আজো যে তোমার প্রভাত বেলা॥
কি দুখে আজি যোগিনী সাজি'
আপনারে ল'য়ে এ হেলা-ফেলা॥
সোনার কাঁকন ও দুটি করে
হের গো জড়ায়ে মিনতি করে।
খুলিয়া ধূলায় ফেলো না গো তায়,
সাধিছে নূপুর চরণ ধ'রে।
হের গো তীরে কাঁদিয়া ফিরে
আজি ও-রূপের রঙের মেলা॥
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'
এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন-জুলাই ১৯২৯) মাসের দিকে। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।