বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বসিয়া বিজনে কেন একা মনে
রাগ: ইমন মিশ্র, তাল: কাহার্‌বা
বসিয়া বিজনে             কেন একা মনে
পানিয়া ভরণে             চলো লো গোরী।
চলো জলে চলো          কাঁদে বনতল
ডাকে ছলছল              জল-লহরি॥
দিবা চ'লে যায়            বলাকা-পাখায়
বিহগের বুকে              বিহগী লুকায়।
কেঁদে চখা-চখি            মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে             ঝুরে বাঁশরি॥
ওগো বে-দরদি            ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো         গেল জড়ায়ে।
তব সাথে কবি             পড়িল দায়ে
পায়ে রাখি তারে           না গলে পরি॥