তাল: কাহারবা
ও ভাই আমার এ না' যাত্রী না লয় ভাঙা আমার তরী।
আমি আপনারে ল'য়ে রে ভাই এপার ওপার করি॥
আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে প'ড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে আমি তারেই খুঁজে মরি॥
আমি তারি আশে তরী নিয়ে ঘাটে ব'সে থাকি
আমার তারির নাম ভাই জপমালা, তরেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে নয়ন নদীর জলে ভরি'॥
ঐ নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে
আর মানুষ গেলে ফিরে নাকি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো আমি হলাম দেশান্তরী॥
পত্রিকা: বুলবুল। তৃতীয় বর্ষ। ফাল্গুন ১৩৪৩ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭)। শিরোনাম: চট্টল-গীতিকা (১)।