আজ বাদে কাল আসবে কি না
কে জানে ভাই কে জানে।
ভোল রে ব্যথা বেদন-আতুর,
লাল শরাব-ভরপুর-প্রাণে॥
ঝরছে শরাব জ্যোৎস্না-উজল,
হাসতেছে চাঁদ ঝলমল,
কালকে এ চাঁদ খুঁজবে বৃথাই,
হারিয়ে যাব কোন্খানে॥
প্রেমিক যত আমার মতো
মদের রঙে হোক রঙিন,
হোক দিওয়ানা মস্ত্ নেশায়
নিমেষ-সুখের সন্ধানে॥
এমনি চোখে হেরি ধরায়
দুঃখ ব্যথার অন্ত নাই,
কালের কথা আজ ভুলে যাই
দুখ-ভুলানো মদ পানে॥