বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: একডালি ফুলে ওরে সাজাব কেমন ক'রে।
একডালি ফুলে ওরে সাজাব কেমন
ক'রে।
মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভ'রে॥
কেন দিলে বনমালী এইটুকু বন-ডালি,
সাজাতে কি না সাজাতে কুসুম হইল খালি।
ছড়ায়েছে ফুলদল অভিমানে ডালি ধ'রে॥
কেতকী ভাদর-বধূ ঘোমটা টানিয়া কোণে
লুকায়েছে ফণি-ঘেরা গোপন কাঁটার বনে।
কামিনী ফুল মানা মানে না ছুঁতে পড়েছে ঝ'রে॥
গন্ধ-মাতাল চাঁপা দুলিছে নেশার ঝোঁকে,
নিলাজী টগর-বালা চাহিয়া ডাগর চোখে,
দেখিয়া ঝরার আগে বকুল গিয়াছে ম'রে॥
- পাঠভেদ:
- নিলাজী টগর-বালা চাহিয়া ডাগর চোখে [নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
নিলাজি টগর-বালা চাহিয়া ডাগর চোখে [নজরুল-গীতিকা (২ সেপ্টেম্বর, ১৯৩০ খ্রিষ্টাব্দ)]
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর
(১৬ই পৌষ ১৩৩৬), নাট্যকার মন্মথ রায় রচিত 'মহুয়া' মঞ্চস্থ হয়। নাটকটিতে
এই গানটি ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, মন্মথ রায় নাটকটি ৪-১৯
ডিসেম্বরের মধ্যে রচনা করেছিলেন।
এই সময় নজরুলের বয়স ছিল- ৩০ বৎসর ৭ মাস।
- মঞ্চ:
মহুয়া
।
নাট্যকার: মন্মথ রায়। দ্বিতীয় অঙ্ক। মহুয়ার গান। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তারিখে
কলকাতার
মনোমোহন থিয়েটারে 'মহুয়া' নাটকটি মঞ্চস্থ হয়েছিল।
- বেতার: 'মহুয়া'।
মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২
খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য
অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার
কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০। ২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ বর্ষ, ৩য়
সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
১৮৩৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৫৪৮।
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী । তিলক-কামোদ-দেশ-কাওয়ালী। পৃষ্ঠা ৪৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা।
ঠুংরী। ৩৪। তিলক-কামোদ-দেশ-কাওয়ালি। পৃষ্ঠা: ১৯৬]
- মহুয়া: মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী চতুর্থ খণ্ড (মনমথন প্রকাশন। ২২১ সি,
বিবেকানন্দ রোড। কলিকাতা -৭০০০০৬। ১৯৫৮]। দ্বিতীয় অঙ্ক। বেদেনীদের গান। পৃষ্ঠা: ২০৬-১০৭।
- মহুয়ার গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ।
অষ্টম খণ্ড। বাংলা একাডেমি ঢাকা। দ্বিতীয় মুদ্রণ: ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি
২০১৮। গান সংখ্যা ২। বেদে ও
বেদেনীদের গান। তিলক-কামোদ দেশ-কাওয়ালি।
পৃষ্ঠা: ২৮৮-২৮৯।
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম (নাটকের
গান)।
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ