তিলক কামোদ
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এটি খাম্বাজ ঠাট থেকে উৎপন্ন ষাড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। এর আরোহণে ধৈবত বর্জিত। অবরোহণে সকল স্বরই ব্যবহৃত হয়। এই রাগের গ র গ স- কে যত্নের সাথে প্রয়োগ না করতে পারলে দেশ রাগের ছায়া প্রবলভাবে প্রকাশ পেতে পারে। পণ্ডিত ভীমরাও শাস্ত্রীর মতে, 'দেশ ও সোরট মিলাইয়া এই রাগ তৈয়ারী। ইহা ক্ষুদ্র রাগের মধ্যে গণ্য। প্রকৃতি চঞ্চল।
আরোহণ:   স র ম প, ন র্স      
অবরোহণ: র্স প, ধ ম গ, স র গ র স
ঠাট: খাম্বাজ
জাতি: ষাড়ব-সম্পূর্ণ
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ষড়্‌জ
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়:  রাত্রি প্রথম প্রহর
পকড় : প্ ন্ স র গ, স র গ র স, ন্ স র প ম গ  স র গ  স ন্ প্ ন্ স র গ, স র গ র স।
র ম প ন, প ন র্স, প ধ ম, গ স র স
 

তথ্যসূত্র: