বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: দুলে আলো-শতদল টলমল টলমল
 রাগ: বিভাস মিশ্র, তাল: দাদরা
দুলে আলো-শতদল টলমল টলমল।
চল লো মেলি' পাখা রঙীন লঘু চপল॥
যদি অনল-শিকায় এ পাখা পুড়িয়া যায়
ক্ষতি কি ' ভালোবাসায় জ্বলিতে আসা কেবল
কাঁটার কাননে ফুল তুলিতে বিঁধে আঙুল,
মধুর এ পথভুল ফুলঝরা বনতল॥
চলিতে ফুল দলি, চাহে যে তারে ছলি,
সেই সে পথে চলি যে পথে আলেয়া-ছল॥