আদর-গরগর
বাদর দরদর
এ তনু ডর ডর
কাঁপিছে থর থর।
নয়ন ঢলঢল
কাজল-কালো জল
ঝরে লো ঝরঝর
ব্যাকুল বনরাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে,
সজনি! মন আজি গুমরে মনে মনে
বিদরে হিয়া মম
বিদেশী প্রিয়তম
এ তনু পাখি সম
বরিষা-জর জর॥
রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দের
প্রকাশিত 'ছায়ানট' কাব্যগ্রন্থে 'বাদল দিনে'
নামে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত
হয়েছিল। গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কলিকাতা/শ্রাবণ ১৩২৮'
(জুলাই-আগষ্ট ১৯২১)।
এই সময় নজরুলের বয়স ছিল ২২ বৎসর ২ মাস।