ছায়ানট
কাজী নজরুল ইসলাম
 

কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। এই সংস্করণে প্রকাশকাল মুদ্রিত হয় নি। বেঙ্গল লাইব্রেরির তালিকা থেকে জানা যায় গ্রন্থটি প্রকাশিত হয়েছিল- ২২ সেপ্টেম্বর ১৯২৫। বঙ্গাব্দের হিসেবে দাঁড়ায় আশ্বিন ১৩৩২। প্রকাশক শ্রীব্রজবিহারী বর্ম্মণ রায়/বর্ম্মণ পাবলিশিং হাউস/১৩৯ কর্ণওয়ালিশ ষ্ট্রীট-কলিকাতা। গ্রন্থটি প্রিন্টার হিসেবে উল্লেখ ছিল-' শ্রীশশিভূষণ পাল-মেট্‌কাফ্-প্রেস্ ১৫ নং নয়নচাঁদ দত্তের ষ্ট্রীট, কলিকাতা'। মূল্য ছিল পাঁচ সিকা। পৃষ্ঠা সংখ্যা ১০০।

এই গ্রন্থের সাথে নজরুলের রচিত অন্যান্য গ্রন্থের মূল্য-তালিকা ছিল। এই তালিকার নিচে ছিল- '[কবির "বিষের বাঁশী", "ভাঙার গান" ও :যুগবাণী" বাজেয়াপ্ত হইয়া গিয়াছে]'

প্রথম সংস্করণে উৎসর্গ পত্রে লেখা ছিল- 'আমার শ্রেয়তম রাজ-লাঞ্ছিত বন্ধু/মুজফ্‌ফর আহমদ/কুতুব-উদ্দিন আহমেদ/করকমলে-'।
 

  1. এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের তালিকা
    1. অ-কেজোর গান ।[দেওঘর পৌষ ১৩২৭]
    2. অনাদৃতা [দৌলতপুর, কুমিল্লা বৈশাখ ১৩২৮। নারায়ণ পত্রিকার 'ভাদ্র ১৩২৮' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পৃষ্ঠা: ১০১৭]
    3. অবেলায়। [দৌলতপুর, কুমিল্লা বৈশাখ ১৩২৮]
    4. অমর-কানন [গঙ্গাজলঘাটি, বাঁকুড়া আষাঢ় ১৩৩২। বিজলী পত্রিকার শ্রাবণ ১৩৩২ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল] [তথ্য]
    5. অরুণ পিয়া [কলিকাতা শ্রাবণ ১৩২৮ ]
    6. আপন পিয়াসী [কলিকাতা আষাঢ় ১৩৩১]
    7. আলতা-স্মৃতি [ছায়ানট কাব্যে অন্তর্ভুক্ত এই কবিতাটির সাথে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে 'বহরমপুর জেল/অগ্রহায়ণ ১৩৩১'। সম্ভবত তারিখটি হবে অগ্রহায়ণ/১৩৩০। কারণ 'অগ্রহায়ণ/১৩৩০'-এ নজরুল বহরমপুর জেল-এ ছিলেন।]
    8. আশা [বরিশাল,আশ্বিন ১৩২৭। মোসলেম ভারত পত্রিকার'পৌষ ১৩২৭' (ডিসেম্বর ১৯২০-জানুয়ারি ১৯২১) সংখ্যায়।]
    9. কমল কাঁটা [কলিকাতা, আশ্বিন ১৩৩১]
    10. কার বাঁশি বাজিল [কলিকাতা চৈত্র ১৩২৮]
    11. চাঁদ-মুকুর [হুগলি ফাল্গুন ১৩৩১ ]
    12. চির-চেনা [কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৯ ]
    13. চিরন্তনী প্রিয়া [কলিকাতা ভাদ্র ১৩২৮। মানসী ও মর্ম্মমাণী পত্রিকায় 'কার্তিক ১৩২৮ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল]
    14. চিরশিশু [কলিকাতা ফাল্গুন ১৩২৭]
    15. চৈতী হাওয়া [হুগলি চৈত্র ১৩৩১]
    16. ছল-কুমারী [দেওঘর পৌষ ১৩২৭ ]
    17. দহন-মালা [কলিকাতা চৈত্র ১৩২৭। কবিতাটি নারায়ণ পত্রিকার বৈশাখ ১৩২৮ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল দহন-মালা। পৃষ্ঠা: ৬৬২।
    18. দুপুর অভিসার [কলিকাতা ফাল্গুন ১৩২৭]
    19. দূরের বন্ধু ['বরিশাল, আশ্বিন ১৩২৭'।  কবিতা হিসেবে- প্রথম প্রকাশিত হয়েছিল মোসলেম ভারত পত্রিকার 'কার্তিক ১৩২৭' (অক্টোবর-নভেম্বর ১৯২০) সংখ্যায়]
    20. নিরুদ্দেশের যাত্রী [কলিকাতা চৈত্র ১৩২৭]
    21. নিশীথ-প্রীতম্ [কুমিল্লা অগ্রহায়ণ ১৩২৮]
    22. নীল-পরী [ট্রেনে কুমিল্লার পথে চৈত্র ১৩২৭]
    23. পরশ-পূজা [কুমিল্লা আষাঢ় ১৩২৮]
    24. পলাতকা [কলিকাতা/শ্রাবণ, ১৩২৮। কিন্তু গানটি ভারতী পত্রিকার 'বৈশাখ ১৩২৮ ' সংখ্যার ৭০ পৃষ্ঠায় মুদ্রিত হয়েছিল। ধারণা করা যায়, ছায়ানট কাব্যগ্রন্থে উল্লিখিত তারিখটি ভুলক্রমে লেখা হয়েছিল।]
    25. পাপড়ি খোলা [দৌলতপুর, কুমিল্লা বৈশাখ ১৩২৮]
    26. পাহাড়ি গান [হুগলি আষাঢ় ১৩৩১]
    27. পূবের হাওয়া [হুগলি শ্রাবণ ১৩৩১]
    28. প্রতিবেশিনী [দেওঘর মাঘ ১৩২৭। সওগাত পত্রিকার মাঘ ১৩২৭  সংখ্যায় 'বেদন-হারা' শিরোনামে প্রকাশিত হয়েছিল।]
    29. প্রিয়ার রূপ [কুমিল্লা ফাল্গুন ১৩২৮]
    30. বাদল-দিনে [কলিকাতা শ্রাবণ ১৩২৮]
    31. বিজয়িনী [কুমিল্লা অগ্রহায়ণ ১৩২৮]
    32. বিদায়-বেলায় [দৌলতপুর, কুমিল্লা বৈশাখ ১৩২৮]
    33. বিধুরা পথিক-প্রিয়া [দৌলতপুর, কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৮]
    34. বিবাগিনী [হুগলি আষাঢ় ১৩৩১]
    35. বেদনা-অভিমান [দৌলতপুর, কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৮ ]
    36. বেদনা-মণি [কলিকাতা ভাদ্র ১৩২৮। মানসী ও মর্ম্মমাণী পত্রিকায় 'ভাদ্র ১৩২৯ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল।]
    37. ব্যথা-নিশীথ [কলিকাতা ফাল্গুন ১৩২৭]
    38. মনের মানুষ [কুমিল্লা আষাঢ় ১৩২৮]
    39. মরমী [বরিশাল আশ্বিন ১৩২৭। মোসলেম ভারত পত্রিকার 'ফাল্গুন ১৩২৭' (ফেব্রুয়ারি ১৯২১)। শিরোনাম: মরমী কল্লোল পত্রিকা [অগ্রহায়ণ ১৩৩০ (নভেম্বর ১৯২৩)]
    40. মানস-বধূ [দৌলতপুর, কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৮]। বসুমতী পত্রিকার শ্রাবণ ১৩২৯ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। শিরোনাম: মানস-বধূ
    41. মুক্তি-বার [দেওঘর পৌষ ১৩২৭]
    42. রৌদ্র-দগ্ধের গান [সমস্তিপুরের ট্রেন-পথে। ফাল্গুন ১৩৩০ ]
    43. লক্ষ্মীছাড়া [কলিকাতা ভাদ্র ১৩২৮। উপাসনা পত্রিকার ভাদ্র ১৩২৮ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল]
    44. শায়ক-বেঁধা পাখী [কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৯। বঙ্গবাণী পত্রিকার 'আষাঢ় ১৩২৯' সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল।]
    45. শেষের গান [কলিকাতা শ্রাবণ ১৩২৮ ]
    46. সন্ধ্যাতারা [কলিকাতা কার্তিক ১৩২৭]
    47. স্তব্ধ বাদল [কুমিল্লা আষাঢ় ১৩২৯ ]
    48. স্নেহ-ভীতু [দেওঘর পৌষ ১৩২৭। গানটি মোহিনী সেনগুপ্তা-কৃত স্বরলিপি-সহ প্রথম প্রকাশিত হয়েছিল  ' মোসলেম ভারত' পত্রিকার ফাল্গুন ১৩২৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১) সংখ্যায়।]
    49. হার-মানা-হার [দৌলতপুর কুমিল্লা বৈশাখ ১৩২৮ ]
    50. হারা-মণি [দৌলতপুর, কুমিল্লা জ্যৈষ্ঠ ১৩২৮। নারায়ণ পত্রিকার 'কার্তিক ১৩২৮ ' সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পৃষ্ঠা: ১২১৬-১২১৭।]