ফণিমনসা
কাজী নজরুল ইসলাম
নজরুলের রচিত একাদশ কাব্যগ্রন্থ।
প্রকাশকাল: শ্রাবণ ১৩৩৪ (জুলাই ১৯২৭)। প্রকাশক: নজরুল নিজেই ছিলেন।
ঠিকানা ছিল ১৯৩ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। পৃষ্ঠা সংখ্যা ৫৪। মূল্য পাঁচ সিকা।
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৩৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসে
সূচিপত্র
- দিল্-দরদী
[কলিকাতা আশ্বিন, ১৩২৮।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের 'খাঁচার পাখি' শীরষক করুণ কবিতাটি পড়ে নজরুল এই
কবিতাটি রচনা করেছিলেন]
- ইন্দু-প্রয়াণ
[বহরমপুর জেল
শ্রাবণ, ১৩৩০। উল্লেখ্য, কবি শরদিন্দু রায়ের
অকালমৃত্যু উপলক্ষে
নজরুল এই কবিতাটি রচনা করেছিলেন।
- বিদায়-মাভৈঃ
[কলিকাতা
চৈত্র, ১৩৩০]
- বাংলায় মহাত্মা
[হুগলি
জ্যৈষ্ঠ ১৩৩১
]
- মুক্তিকাম
[হুগলি
২০ পৌষ, ১৩৩১ ]
- আশীর্বাদ
[হুগলি
১৯ মাঘ, ১৩৩১]
- দ্বীপান্তরের বন্দিনী
[হুগলি মাঘ ১৩৩১]
- সব্যসাচী
[হুগলি কার্তিক ১৩৩২]
- সাবধানী ঘন্টা
[আদি পাঠ: সর্বনাশের ঘন্টা]
[কলিকাতা। কার্তিক, ১৩৩২]
- অশ্বিনীকুমার
[হুগলি মাঘ ১৩৩২।উল্লেখ্য, অশ্বিনীকুমার দত্ত এর মৃত্যুর স্মরণে রচিত কবিতা।
- হেমপ্রভা
[মাদারিপুর ২৯ ফাল্গুন, ১৩৩২]
- প্রবর্তকের ঘুর-চাকায়
[কৃষ্ণনগর ৩০শে চৈত্র ১৩৩২]
- হিন্দু-মুসলমান যুদ্ধ
[কৃষ্ণনগর,
৯ আশ্বিন, ১৩৩৩]
- যা শত্রু পরে পরে
[কৃষ্ণনগর আশ্বিন, ১৩৩৩ ]
- সুরকুমার
[কলিকাতা ৪ ফাল্গুন, ১৩৩৩]
- যুগের আলো
[১৭ ফাল্গুন, ১৩৩৩ ]
- পথের দিশা
[কলিকাতা,
১৬ই চৈত্র, ১৩৩৩ ]
- অন্তর-ন্যাশনাল সঙ্গীত
[কলিকাতা ১ বৈশাখ, ১৩৩৪]
- জাগর-তূর্য
[কলিকাতা,
১ বৈশাখ, ১৩৩৪]
- রক্ত-পতাকার গান
[কলিকাতা ১ বৈশাখ, ১৩৩৪]
- সত্য-কবি
[কবি সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণে রচিত কবিতা। ভারতী
পত্রিকার 'শ্রাবণ ১৩২৯' [পৃষ্ঠা ৩১৩-৩১৪] সংখ্যায় প্রকাশিত হয়েছিল]
- সত্যেন্দ্র-প্রয়াণ
[কলিকাতা
শ্রাবণ, ১৩২৯]
- সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি।
চল চঞ্চল বাণীর দুলাল
[তথ্য]
১৯২২ খ্রিষ্টাব্দের ২৬ জুন (সোমবার ১২ আষাঢ় ১৩২৯ বঙ্গাব্দ) কলকাতার কলেজ স্ট্রিটের
স্টুডেন্টস হলে সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। ওই সভার
সভাপতিত্ব করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শোকসভায় নজরুল সদ্য রচিত এই গানটি
পরিবেশন করেছিলেন।