বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া।
রাগ: হিন্দোল, তাল: কাওয়ালি
নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া।
(নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া॥
পায়জামা প’রে যেন নাচে গণ্ডার,
নাচে সাড়ে পাঁচমণী ভুঁড়ি পাণ্ডার,
গঙ্গার ঢেউ নাচে বয়া ঝাঁকিয়া॥
গামা নাচে, ধামা নাচে, মুট্কি নাচে,
জামা পরি’ ভল্লুক নাচিছে গাছে।
ঝগ্ড়েটে বামা নাচে থিয়া তাথিয়া॥
‘ছোট মিঞা’ বড় মিঞা’ ডাকি’ কোলা ব্যাং
থাপুস থুপুস্ নাচে, নড়বড় ঠ্যাং!
(নাচে) গুজরাতী হস্তিনী কাদা মাখিয়া॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস।
- গ্রন্থ
-
নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।
হিন্দোল-কাওয়ালী। পৃষ্ঠা
১২১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭]। নজরুল গীতিকা। ৯৬। হাসির গান। হিন্দোল-কাওয়ালি। পৃষ্ঠা: ২৪০]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: তাকিয়া নৃত্য। হিন্দোল-কাওয়ালি। পৃষ্ঠা: ১৮৯-১৯০]