নতুন নেশার আমার এ মদ বল কি নাম দেব এর বঁধুয়া।
গোগী চন্দন গন্ধ মুখে এর বরণ সোনার চাঁদ চূঁয়া॥
মধু হতে মিঠে পিয়ে আমার মদ
গোধূলি রঙ ধরে কাজল নীরদ,
প্রিয়েরে প্রিয়তম করে এ মদ মম, চোখে লাগায় নভোনীল ছোঁয়া॥
ঝিম হয়ে আসে সুখে জীবন ছেয়ে,
পান্সে জোছনাতে পান্সি চলে বেয়ে,
মধুর এ মদ নববধূর চেয়ে আমার মিতালি এ মহুয়া॥
রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)। এন ৭২৬৮। শিল্পী ইন্দুবালা
। সুর: নজরুল ইসলাম। মিশ্র খাম্বাজ। গজল। রেকর্ড বুলেটিনে রাগের নাম
দেওয়া হয়েছিল জৌনপুরী।