বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : মাধবী-তলে চল মাধবিকা-দল
মাধবী-তলে চল মাধবিকা-দল
আইল সুখ-মধুমাস।
বহিছে খরতর থরথর মরমর
উদাস চৈতী-বাতাস॥
পিককুল কলকর অবিরল ভাষে,
মদালস মধুপ পুষ্পল বাসে।
বেণু-বনে উঠিছে নিশাস॥
তরুণ নয়ন সম আকাশ আনীল,
তট-তরু-ছায়া ধরে নীর নিরাবিল,
বুকে বুকে স্বপন-বিলাস॥
- ভাবার্থ: আলেয়া নাটকের জন্য রচিত এই গানের তরুণী ও কিশোরীরা- আগত
সুখবসন্তে মাধবী লতার বনে- মাধবিকার দল হয়ে বসন্তোৎসবের জন্য আহ্বান করছে।
এই গানে বসন্তের প্রচ্ছন্ন যৌবন রাগের আবেশ আছে। যা প্রকটভাবে প্রকাশিত নয়।
আগত বসন্তে উদাসী চৈতী বাতাসের বসন্তের বাতাস বইছে- যৌবনরাগে থরথর মরমর
ধ্বনি তুলে। কোকিলের দল ডাকিছে অবিরাম (প্রণয়ের আকাঙ্ক্ষায়), পুষ্পাঙ্গনে
মোহিত ভ্রমরের অলস গমন (প্রণয় বাসনায়), বেণুবনে উঠেছে যৌবন মদির নিশ্বাস।
নবযৌবন তরুণ নয়নের মতো নীলাভ আকাশ। তারই মাঝে যৌবন তটে তরুছায়া যেন ধরে রাখে
তার নির্জন সরস প্রেম। তার বুকে বাজে প্রেমের স্বপ্ন বিলাস। এমন যৌবনঘন সুখ-বসন্তের আসরে আসর জন্য তরুণী ও কিশোরীদের নবযৌবনের
বসন্তোৎসবে আসার জন্য আহ্বান।
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে
প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- মঞ্চস্থ নাটক:
আলেয়া।
'
নাট্যনিকেতন'
রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। প্রথম অঙ্ক।
বৈতালিক।
- গ্রন্থ
- আলেয়া
- প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ১৩৩৮ বঙ্গাব্দ।
তৃতীয়
অঙ্ক: তরুণী ও কিশোরীদের গান]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮।
মে ২০১১। আলেয়া।
তৃতীয়
অঙ্ক: তরুণী ও কিশোরীদের গান। পৃষ্ঠা: ৩৪৭]
-
চোখের চাতক।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৫০। মধুমাত সারং-
কাওয়ালি]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান
৫০। মধুমাত সারং- কাওয়ালি পৃষ্ঠা: ২২৬]
-
নজরুল গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। মধুমাত সারং- কাওয়ালী। পৃষ্ঠা ১৩৮]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। খেয়াল । ১১১। মধুমাত সারং-
কাওয়ালী। পৃষ্ঠা:
২৫০]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি। বসন্ত। নাট্যগীতি