বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়॥
রবে না এ মধুরাতি
জানি তবু মালা গাঁথি
মালা চলিতে দলিয়া যাবে তবু চরণে জড়ায়॥
যে কাঁটার জ্বালা সয়ে
উঠে ব্যথা ফুল হয়ে
আমি কাঁদিব সে-কাঁটা লয়ে নিশীথ বেলায়॥
নীরবে রবে যবে পরবাসে
আমি দূর নীল আকাশে
জাগিব তোমারি আশে নূতন তারায়॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে
প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময়
নজরুল ইসলামের
বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- প্রসাঙ্গিক তথ্য: ১৯২৮ খ্রিষ্টাব্দের শেষের দিকে
প্রতিভা
বসু কলকাতায় আসেন গ্রামোফোন রেকর্ড কোম্পানির আহ্বানে এবং ১২টি গান রেকর্ড
প্রকাশের চুক্তি হয়েছিল। এইচএমভি থেকে প্রথম তাঁর গাওয়া নজরুল-সঙ্গীতের রেকর্ড প্রকাশিত
হয়েছিল- ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে। এই
রেকর্ডে তাঁর গাওয়া দুটি গান ছিল-
- ছাড়িতে পরান নাহি চায় [তথ্য]
- স্মরণ পারের ওগো প্রিয় [তথ্য]
গ্রন্থ:
-
চোখের চাতক।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৩। খাম্বাজ-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩।
খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ১৯৪]
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী।
৯। জয়জয়ন্তী-খাম্বাজ-দাদরা।
পৃষ্ঠা
৫১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ঠুংরী। ৩৯।
জয়জয়ন্তী-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা:
১৯৯]
রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর
১৯২৯ (অগ্রহায়ণ- পৌষ ১৩৩৬)। পি
১১৬৭৩। শিল্পী: প্রতিভা সোম (প্রতিভা
বসু)। ট্রেনার: কাজী নজরুল ইসলাম। রাগ: খাম্বাজ।
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুরকার: কাজী নজরুল ইসলাম
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: মিশ্র
খাম্বাজ
- তাল:
দাদরা
- গ্রহস্বর: