নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ছত্রিশতম খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল আষাঢ়,
১৪২১ বঙ্গাব্দ/ জুন, ২০১৪ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯১ সালে তৎকালীন
সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য,
এই পরিষদের সভাপতি ছিলেন সুধীন দাশ। পরিষদের অন্যান্য সদস্যরা
ছিলেন ফেরদৌসী রহমান,
এস.এম. আহসান মুর্শেদ,
খালিদ হোসেন, সেলিনা হোসেন এবং
নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি-পঞ্চম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন
এস.এম. আহসান মুর্শেদ। গ্রন্থটিতে মোট ২৫টি
গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
- আও জীবন মরণ সাথী
[তথ্য]
[নমুনা]
- আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো
[তথ্য]
[নমুনা]
-
আমার দেওয়া ব্যথা ভোলো
[তথ্য][নমুনা]
- আসিলে কে গো বিদেশী [তথ্য]
[নমুনা]
- এই সুন্দর ফুল সুন্দর ফল
[তথ্য]
[নমুনা]
- একেলা গোরী জল্কে চলে গঙ্গাতীর [তথ্য]
[নমুনা]
- কত কথা ছিল তোমায় বলিতে [তথ্য][নমুনা]
- কে ডাকিলে আমারে আঁখি তুলে [তথ্য][নমুনা]
- গভীর নিশীথে জাগি খুঁজি তোমারে [তথ্য][নমুনা]
- গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা
[তথ্য][নমুনা]
- চীন আরব হিন্দুস্থান (মুসলিম আমার নাম) [তথ্য][নমুনা]
- ছাড়িতে পরান নাহি চায় [তথ্য][নমুনা]
- তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে [তথ্য][নমুনা]
- দূর বেণুকুঞ্জে বাজে মুরালী [তথ্য][নমুনা]
- পথ চলিতে যদি চকিত [তথ্য][নমুনা]
- পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
[তথ্য]
[নমুনা]
- প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত
[তথ্য]
[নমুনা]
- ভুল করিলে বনমালী এসে বনে [তথ্য][নমুনা]
- মরম কথা গেল সই [তথ্য][নমুনা]
- যারে হাত দিয়ে মালা দিতে পার নাই [তথ্য][নমুনা]
- যেতে নারি মদিনায় (আমি যেতে নারি মদিনায়) [তথ্য][নমুনা]
রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে [তথ্য]
[নমুনা]
শিউলি ফুলের মালা দোলে [তথ্য]
[নমুনা]
শোন্ ও সন্ধ্যামালতী [তথ্য][নমুনা]
হায় হায় উঠিল মাতম [তথ্য][নমুনা]