বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভুল করিলে বনমালী এসে বনে ফুল-ফোটাতে
ভুল করিলে বনমালী এসে বনে ফুল-ফোটাতে।
বুলবুলি সে ফুলও ফোটায় বন-মাতানোর সাথে সাথে॥
আঘাত দিলে, দিলে বেদন
রাঙাতে হায় পারলে না মন,
প্রেমের কুঁড়ি ফুটলো না তাই, পড়লো ঝ’রে নিরাশাতে॥
আমায় তুমি দেখলে নাকো, দেখলে আমার রূপের মেলা
হায় রে দেহের শ্মশান-চারী, শব নিয়ে মোর করলে খেলা,
শয়ন-সাথী হ’লে আমার, রইলে নাকো নয়ন-পাতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)
টুইন রেকর্ড
কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৬৩৮। তাল:
লোফা। পৃষ্ঠা: ৪৯০]
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]। এফটি ২৯৯৬। মিস্ দুর্গা
- স্বরলিপি ও স্বরলিপিকার:
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, বৈষ্ণব]
- সুরাঙ্গ: গজলাঙ্গ