বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: দূর বেণুকুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
	
রাগ : আনন্দী, 
তাল : ত্রিতাল
দূর বেণুকুঞ্জে বাজে মুরলী মুহু মুহু
            যেন বারে বারে
            ডেকে আমারে
বাঁশুরিয়ার মধুর সুরের কুহু॥
	- 
	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৪০ 
		খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে। 
		এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস। 
 
- গ্রন্থ:
	
		- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। 
				তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৯২।  রাগ : আনন্দী, 
তাল : ত্রিতাল। পৃষ্ঠা ৬১] 
 
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, ছত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২১, জুন ২০১৪) -এর ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯-৪৩।
		
 
রেকর্ড: 
	
	এইচএমভি  [মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)]। এন ১৭৪৩৫। শিল্পী: দীপালি তালুকদার
	ভাঙা গান: মূল গান
	- রাগ: আনন্দী। তাল: ত্রিতাল (মধ্যলয়)
 রচনা: ওস্তাদ ফৈয়াজ খাঁ
 
 এবারে সৈঁয়া তোহে
 সকল বন বন ঢুরু॥
 
 বিদ্না তেহারি কৌন জানে
 দেবো 'দরস' অব তো প্যারে॥
 
স্বরলিপি ও স্বরলিপিকার:
		- পর্যায়:
		
			- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, বৈষ্ণব]
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
- রাগ: আনন্দী [ভিন্ন নাম 
			
			নন্দ বা আনন্দী কল্যাণ] 
- তাল: 
			
			ত্রিতাল 
- গ্রহস্বর: সা