নন্দ
সমনাম :
আনন্দ কল্যাণ, আনন্দী
|
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর প্রকৃতি চঞ্চল। এই রাগে দুই মধ্যম ব্যবহৃত হয়। এই রাগে অন্যান্য কিছু রাগের ছায়া লক্ষ্য করা যায়। যেমন- গমধ (হাম্বীর), গমপ (কামোদ), ধ, হ্মপ, পর, স (গৌড়সারং)।
আরোহণ: স, গম, প, ধনপ, র্স
অবরোহণ: র্স, নধপ, ধহ্মপ, গমধপ, রস
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: স
সমবাদী স্বর: প
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়:
রাত দ্বিতীয় প্রহর।
পকড় : স গমধপ,
গর রস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ
ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।