আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে ল'য়ে আঁখি-জল লইয়া ফুল-মালা হাতে ॥
জানি না চিনি না তোমায় কেমনে ঘরে দিব ঠাঁই
অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়ন-পাতে॥
কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান।
কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে।
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে॥
পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়,
ও শুধু প্রতারণার ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়।
আমারে মালারি মতন দলিবে নিশি-প্রভাতে॥