বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে
রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে
ফিরায়ে দিয়েছি যারে অনাদরে অকারণে।
উদাসী অলস দুপুরে
মন উড়ে' যেতে চায় সুদূরে
যে বন-পথে সে ভিখারির বেশে
করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে॥
তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি
পিয়াসি ফটিকজল জল পাইল না গো
ঢালিয়া পড়িল হায় জলদ নেহারি।
তার অঞ্জলির ফুল পথ-ধূলিতে
ছড়ায়েছি
─
সেই ব্যথা নারি ভুলিতে
অন্তরালে যারে রাখিনু চিরদিন
অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
-
রেকর্ড:
- এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)]। এন ৭১৬১। শিল্পী:
মিস বীণাপাণি
-
কলাম্বিয়া রেকর্ড। সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। জিই ২৫৫৫। শ্রীমতি রাধারাণী।
সুর: নজরুল ইসলাম। শ্রেণি-ঠুংরী।
- পত্রিকা:
বেতার জগৎ [১৬ ফেব্রুয়ারি ১৯৪০ (শুক্রবার, ৩ ফাল্গুন ১৩৪৬)]। 'কাবেরী তীরে
(গীতি-নাট্য)।
- বেতার:
কাবেরী তীরে
(গীতি-নাট্য)।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। [শনিবার ৩ ফেব্রুয়ারি ১৯৪০ (২০
মাঘ ১৩৪৬)। চরিত্র-
মেঘমালা। শিল্পী-
শৈল দেবী।
- সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৩৭
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ৮ নভেম্বর ১৯৪১
খ্রিষ্টাব্দ (শনিবার ২২ কার্তিক ১৩৪৮)।
- সূত্র: বেতার জগৎ
পত্রিকার ১২শ বর্ষ ২১শ সংখ্যার [পৃষ্ঠা: ১২৮০]
- ঠুংরীর জলসা
(ঠুমরী গানভিত্তিক অনুষ্ঠান)।কলকাতা বেতার কেন্দ্র। [২৯ নভেম্বর ১৯৪১ (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮),
সময়: সন্ধ্যা ৭.৫০-৮.২৯ মিনিট।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
- The Indian Listener Vol VI No. 22.page 87
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুরকার: কাজী নজরুল ইসলাম।
বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
- রাগ: মিশ্র
নারায়ণী
- তাল:
- গ্রহস্বর: