নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
চতুর্থ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল মাঘ, ১৩৯৬ বঙ্গাব্দ/ জানুয়ারি, ১৯৯০ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, অগ্রহায়ণ ১৪০২ বঙ্গাব্দ/ নভেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯০ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, শেখ লুৎফর রহমান, বেদার উদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং মোহাম্মদ মাহ্‌ফুজউল্লাহ্‌ ছিলেন নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।নজরুল সঙ্গীত স্বরলিপি-চতুর্থ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন আসাদুল হক এবং পুনর্বিন্যাসে সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে গো [তথ্য] [নমুনা]
  2. অম্বরে মেঘে মৃদঙ্‌ বাজে জলদ তালে [তথ্য] [নমুনা]
  3. আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ [তথ্য] [নমুনা]
  4. আরো কতদিন বাকি [তথ্য] [নমুনা]
  5. আসিয়া কাছে গেলে ফিরে  [তথ্য] [নমুনা]
  6. উতল হ'ল শান্ত আকাশ  [তথ্য] [নমুনা]
  7. ও কূল-ভাঙা নদী রে  [তথ্য] [নমুনা]
  8. গেরুয়া-রঙ মেঠো পথে  [তথ্য[নমুনা]
  9. চম্পা পারুল যূথী টগর চামেলা [তথ্য] [নমুনা]
  10. চৈতালী চাঁদিনী রাতে [তথ্য] [নমুনা]
  11. ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান [তথ্য] [নমুনা]
  12. নিশি-রাতে রিম্ ঝিম্ ঝিম্ বাদল-নূপুর [তথ্য] [নমুনা]
  13. ফিরে এসো ফিরে এসো প্রিয়তম [তথ্য] [নমুনা]
  14. ফুলের জলসায় নীরব কেন কবি [তথ্য] [নমুনা]
  15. বলেছিলে তুমি তীর্থে আসিবে [তথ্য] [নমুনা]
  16. বসন্ত এল এল এল রে [তথ্য] [নমুনা]
  17. বৈকালি সুরে গাও চৈতালি গান [তথ্য] [নমুনা]
  18. ভবনে আসিল অতিথি সুদূর [তথ্য] [নমুনা]
  19. ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা [তথ্য] [নমুনা]
  20. যখন আমার গান ফুরাবে [তথ্য] [নমুনা]
  21. যাই গো চলে যাই না-দখা লোকে জানিতে চির অজানায় [তথ্য] [নমুনা]
  22. রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে [তথ্য] [নমুনা]
  23. শূন্য এ-বুকে পাখী মোর আয়  [তথ্য] [নমুনা]
  24. সাঁঝের পাখিরা ফিরিল কুলায় [তথ্য[নমুনা]
  25. হলুদ গাঁদার ফুল [তথ্য] [নমুনা]